Monday, August 25, 2025

‘আসানসোলের মিটারবক্স উঁচুতে থাকায় লোডশেডিং করতে পারেননি,’ শুভেন্দুকে কটাক্ষ দেবাংশুর

Date:

আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস জয়লাভের পর ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে দেবাংশু লেখেন, “ঠাকুমা বলত, ‘অভাগা যেখানে যায়, সাগর শুকায়ে যায়!’ হঠাৎ মনে পড়ল! কারণ, আসানসোলে BJP -র নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। দুঃখের বিষয় আসানসোলে মিটার বক্সটা একটু উঁচুতে ছিল হাত যায়নি বেচারার।” নিজের পোস্টে “অপয়া” শব্দটিকে হ্যাশট্যাগ হিসেবে জুড়ে দিয়েছিলেন তৃণমূলের যুব নেতা।


আরও পড়ুন: Weather Forecast: গরমের দাবদাহে স্বস্তির বৃষ্টি! সুখবর শোনাল আবহাওয়া দফতর

দেবাংশু এদিন বলেন, “আমার মতে আসানসোলের মিটারবক্সটা একটু উঁচুতে ছিল। ফলত শুভেন্দুবাবুর হাত যায়নি অতদূর। সেই কারণেই নন্দীগ্রামে যেটা করা গিয়েছিল, সেটা আর আসানসোলে করা যায়নি। নন্দীগ্রামে লোডশেডিং করেও তো মাত্র ১২০০-১৩০০ ভোটে জিতেছিলেন। এবার আসানসোলে গিয়ে BJP-র সাড়ে সর্বনাশ করে দিয়ে এসেছেন তিনি।”

তাঁর সংযোজন, “এবারে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়েছে। অগ্নিমিত্রা পল তো নিজেই স্বীকার করে নিয়েছেন যে এবারে কেন্দ্রীয় বাহিনী খুব ভালো কাজ করেছে। কিন্তু তবু BJP জিতল না। আমার ব্যক্তিগত মতামত, “শুভেন্দু BJP -র জন্য অপয়া। কারণ, যেদিন থেকে উনি ওই দলে যোগ দিয়েছেন সেদিন থেকেই BJP শিবিরে ধস নেমেছে। দিনহাটা, শান্তিপুরের মতো আসন আগেই খুইয়েছেন। এবার আসানসোলও হাতছাড়া হল। পরবর্তীতে উনি যদি দলবদল করেন তাহলে কী হবে জানি না।কিন্তু, BJP তাঁকে দলে নিয়ে ভুল করে ফেলেছে। BJP -র জন্য উনি ব্যাড ইনভেস্টমেন্ট আরকি!”

প্রসঙ্গত , আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিরাট মার্জিনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা।বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বাবুল সুপ্রিয়।এরপরই বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন দেবাংশু।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version