Friday, November 14, 2025

বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের: কুণাল ঘোষ

Date:

গতকাল রাজ্যের (West Bengal) দুই কেন্দ্রে উপনির্বাচনের (By Poll) ফল প্রকাশ হয়েছে। সেখানে আসানসোল, বালিগঞ্জ দুই কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের হার প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের।

রবিবার একটি ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “সমস্যা এই যে তৃণমূলের প্রার্থীকে কেন্দ্র করে বিজেপি, সিপিএম, কংগ্রেস– উগ্র সাম্প্রদায়িকতার একটা কুৎসিত, বিকৃত প্রচার করে কিছুদিনের জন্য সাময়িকভাবে কিছু অংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিছু অংশের মানুষ তাঁরা পুরদস্তুর তৃণমূল কংগ্রেসের সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তৃণমূলের প্রার্থীকে লক্ষ্য করে যেভাবে গোয়েবেলসিও কায়দায় উগ্র সাম্প্রদায়িকতার কুৎসিত প্রচার সিপিআইএম করেছে তাতে সামান্য কোথাও ভোট বৃদ্ধি দেখা যাচ্ছে। তাতে এই নয় যে সিপিএম যেন জেগে উঠছে।”

আরও পড়ুন-মমতার দাবি মেনে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের বিরোধী নেতারা, উদ্যোগ শিবসেনার

এদিন সিপিএমকে খোঁচা দিয়ে কুণাল বলেন,”ভাগ্য ভালো দু-একটা ওয়ার্ডে এখনও শপথ নিতে চলে যায় কাউন্সিলর হিসেবে। পরের ভোটেও দেখা যাবে সিপিএম যেখানে ছিল সেই তলানিতেই আছে। বিধানসভায় শূন্য, আসানসোলে ভরাডুবি।” কুণাল আরও বলেন, “সিপিআইএম মূলত উগ্র, কুৎসিত, সাম্প্রদায়িক প্রচার করে কিছু মানুষকে এই ভোটটার জন্য তারা বিভ্রান্ত করেছেন। তারা সুস্থ চেতনা সম্পন্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। ফলে কোথায় তারা কী করেছেন দলের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। সিপিআইএমের এখানে আসার কোনও কারণ নেই। পরের ভোটে দেখা যাবে পুনর্মুষিক ভব।”

উপনির্বাচনে বিজেপির গো-হারা হারের পর কুণাল টুইট করে লিখেছেন,”জেতা আসানসোল তিন লাখে হার।
বালিগঞ্জে জামানত জব্দ হয়ে তৃতীয়।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, মিডিয়ার সমর্থন, বিজেপির বড় বড় কথা সবই তো ছিল।
কই, রাজ্যপালের টুইট কই?
কই, শুভেন্দুর ডায়লগবাজি কই?
কই, মালব্যর প্রলাপ কই?
তৎকাল বিজেপির শোকসভা চলছে নাকি? নীরবতা পালন?”



Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version