Sunday, August 24, 2025

বলিউডের হাইপ্রোফাইল বিয়ে (Wedding)ঘিরে একেরপর এক চমক। শুরু থেকেই রণবীর আর আলিয়ার বিয়ে ঘিরে তৈরি হচ্ছিল ধোঁয়াশা। অবশেষে চৈত্রের শেষ দিনে ঋষি পুত্রের (Ranbir Kapoor)সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভট্ট পরিবারের কনিষ্ঠা কন্যা(Alia Bhatt)। ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে হলেও রিসেপশন ছিল তারকাখচিত। আর সেখানেই ছদ্মবেশে হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান(Shahrukh Khan)।

১৪ এপ্রিল ছাদনা তলায় চার হাত এক হয়েছে। এবার আগ্রহ ছিল সেলিব্রেশন নিয়ে। বিয়েতে সেভাবে বাইরের কাউকে নিমন্ত্রণ করা না হলেও, আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ের রিলেপশনে বসেছিল চাঁদের হাট। বন্ধু-পরিবার ও বলিউডের তারকাদের উপস্থিতিতে ঝকঝকে সন্ধ্যা কাটালেন নব দম্পতি। বিয়ের থিম ছিল প্যাস্টেল রং কিন্তু রিসেপশনে কালো রং এর পোশাকের আভিজাত্য ধরা পড়ল।অনুষ্ঠানে হাজির ছিলেন সোনি রাজদান( soni Rajdan), শাহিন ভাট, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, করিশ্মা কাপুরসহ অন্যান্যরা।পাশাপাশি শ্বেতা বচ্চন, অর্জুন কাপুর(Arjun Kapoor), মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরদের মতো বলি তারকারা হাজির হয়েছিলেন এদিনের উৎসবে। তবে চমক এন্ট্রি বাজিগরের।

সবাইকে অবাক করে রিসেপশন পার্টিতে শাহরুখ খান প্রায় অদৃশ্য অবস্থায় এন্ট্রি নেন । একদম কালো একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল সিট। ফলে চোখেই পড়েনি বাদশাকে। মনে করা হচ্ছে, তাঁর পরবর্তী ছবি ‘পাঠান ‘-এর লুক যাতে প্রকাশ্যে না আসে তাই এমন কাজ করলেন শাহরুখের। কালো পোশাকে পার্টিতে হাজির ছিলেন শাহরুখ-পত্নী গৌরী খানও। সূত্রের খবর আলিয়া তাঁর রিসেপশনে ডিয়ার ডক্টর জাহাঙ্গীর খানকে পেয়ে বেজায় খুশি হয়েছেন।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version