Monday, August 25, 2025

বলিউডের হাইপ্রোফাইল বিয়ে (Wedding)ঘিরে একেরপর এক চমক। শুরু থেকেই রণবীর আর আলিয়ার বিয়ে ঘিরে তৈরি হচ্ছিল ধোঁয়াশা। অবশেষে চৈত্রের শেষ দিনে ঋষি পুত্রের (Ranbir Kapoor)সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভট্ট পরিবারের কনিষ্ঠা কন্যা(Alia Bhatt)। ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে হলেও রিসেপশন ছিল তারকাখচিত। আর সেখানেই ছদ্মবেশে হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান(Shahrukh Khan)।

১৪ এপ্রিল ছাদনা তলায় চার হাত এক হয়েছে। এবার আগ্রহ ছিল সেলিব্রেশন নিয়ে। বিয়েতে সেভাবে বাইরের কাউকে নিমন্ত্রণ করা না হলেও, আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ের রিলেপশনে বসেছিল চাঁদের হাট। বন্ধু-পরিবার ও বলিউডের তারকাদের উপস্থিতিতে ঝকঝকে সন্ধ্যা কাটালেন নব দম্পতি। বিয়ের থিম ছিল প্যাস্টেল রং কিন্তু রিসেপশনে কালো রং এর পোশাকের আভিজাত্য ধরা পড়ল।অনুষ্ঠানে হাজির ছিলেন সোনি রাজদান( soni Rajdan), শাহিন ভাট, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, করিশ্মা কাপুরসহ অন্যান্যরা।পাশাপাশি শ্বেতা বচ্চন, অর্জুন কাপুর(Arjun Kapoor), মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরদের মতো বলি তারকারা হাজির হয়েছিলেন এদিনের উৎসবে। তবে চমক এন্ট্রি বাজিগরের।

সবাইকে অবাক করে রিসেপশন পার্টিতে শাহরুখ খান প্রায় অদৃশ্য অবস্থায় এন্ট্রি নেন । একদম কালো একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল সিট। ফলে চোখেই পড়েনি বাদশাকে। মনে করা হচ্ছে, তাঁর পরবর্তী ছবি ‘পাঠান ‘-এর লুক যাতে প্রকাশ্যে না আসে তাই এমন কাজ করলেন শাহরুখের। কালো পোশাকে পার্টিতে হাজির ছিলেন শাহরুখ-পত্নী গৌরী খানও। সূত্রের খবর আলিয়া তাঁর রিসেপশনে ডিয়ার ডক্টর জাহাঙ্গীর খানকে পেয়ে বেজায় খুশি হয়েছেন।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version