Friday, November 14, 2025

অনুব্রত-মুখ্যমন্ত্রী প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল নেতার

Date:

বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে উস্কানিমূলক, কুরুচিকর ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ করলেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। বিজেপি বিধায়ককে গ্রেফতারের দাবি করে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা।

গত, রবিবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একটি রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার উস্কানিমূলক মন্তব্য করে বলেন, “আমার মনে হয়, অনুব্রত মণ্ডল আর হাসপাতাল থেকে ফিরতে পারবে না। ফিরলেই ওনাকে সিবিআইয়ের কাছে যেতে হবে। আর ওখানে গেলে সবকিছু ফাঁস হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত ইঞ্জেকশনে উডবার্ন ওয়ার্ডেই মরতে হবে ওনাকে।”

এই মন্তব্যের চরম বিরোধিতা করে আজ, সোমবার সকালে বনগাঁ থানায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গোপাল শেঠ। গ্রেফতারির দাবি তুলেছেন তিনি। তাঁর লিখিত অভিযোগ, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মনগড়া, ভিত্তিহীন, উস্কানিমূলক বক্তব্য পেশ করেছেন স্বপন মজুমদার। এতে মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে।

আরও পড়ুন:রাজ্যে প্রচুর নিয়োগ, মৃতদের পরিবারকে চাকরি, সীমান্তের ট্রাক টার্মিনাল অধিগ্রহণ: সিদ্ধান্ত মন্ত্রিসভায়

একইসঙ্গে তাঁর দাবি, অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিধায়কের বক্তব্য সন্দেহজনক। অনুব্রত মণ্ডলের প্রাণনাশের জন্য বিজেপির পক্ষ থেকে গোপন চক্রান্ত করা হয়ে থাকতে পারে। তাই অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা হোক।

উল্লেখ্য, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ আগেই জানিয়ে ছিলেন, স্বপন মজুমদার একজন দাগি আসামি। আসামে জেল খেটেছেন। নারকটিক কেসের আসামী ছিলে। উনি বিষাক্ত ইনজেকশনের তত্ত্ব কোথা থেকে পেলেন? সিবিআই কর্তাদের কাছে অনুরোধ, উনি কোথা থেকে বিষয়টা জেনেছে তা খতিয়ে দেখা দরকার। এবার বিজেপি বিধায়ককে গ্রেফতারের দাবিতে অভিযোগ তুললেন।




Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version