Sunday, August 24, 2025

Kunal: আসানসোলে ৩ লাখে হার, তৎকাল বিজেপির শোকসভা চলছে! টুইটে তীব্র খোঁচা কুণালের

Date:

রাজ্যের বিষয় হোক বা শাসকদলের- যে কোনও কিছু নিয়ে টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) খড়্গহস্ত হন বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব। কিন্তু আসানসোল (Asansole) লোকসভা ও বালিগঞ্জ (Ballyganj) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভরাডুবির পরেও কোনও টুইট নেই অমিত মালব্য (Amit Malavya) থেকে শুরু করে গেরুয়া শিবিরের রাজ্যের কোনও শীর্ষ নেতার। আর এই নিয়ে টুইট করেই তাঁদের তীব্র খোঁচা দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,

“জেতা আসানসোল তিন লাখে হার। বালিগঞ্জে জামানত জব্দ হয়ে তৃতীয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, মিডিয়ার সমর্থন, বিজেপির বড় বড় কথা সবই তো ছিল। কই, রাজ্যপালের টুইট কই? কই, শুভেন্দুর ডায়লগবাজি কই? কই, মালব্যর প্রলাপ কই? তৎকাল বিজেপির শোকসভা চলছে নাকি? নীরবতা পালন?”

দুই কেন্দ্রেই বিজেপি-র হার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, আসানসোল লোকসভা কেন্দ্রটি গত দুবার তাদের হাতেই ছিল। এই কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের একটিও তাদের দখলে। তারপরও তিনলাখের ব্যবধানে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির দম্ভ ছিল, যে কাউকে ওই কেন্দ্রে দাঁড় করিয়েই জিতিয়ে আনতে পারবে তারা। সেই মতো ‘ঘরের মেয়ে’ অগ্নিমিত্রা পালকে দাঁড় করানো হয়। কিন্তু তিনি শুধু লোকসভায় হেরে যাওয়াই নয়, নিজের বিধানসভা কেন্দ্রেও হারেন তিনি। অপর দিকে বালিগঞ্জ কেন্দ্রেও তাৎপর্যপূর্ণ। কারণ শুধু হারাই নয়, তিন নম্বরে রয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। জামানত জব্দ হয়েছেন তিনি।

কিন্তু এই বিষয় নিয়ে টু শব্দ নেই বিজেপি নেতৃত্বের। শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্য সবাই নীরব। শুধু তাই নয়, রাজ্যের দোষ খুঁজে সব সময় বিরোধী নেতাদের মতো টুইট করেন যে রাজ্যপাল, তিনিও এই বিষয় নিয়ে মৌন ব্রত পালন করছেন। তার প্রেক্ষিতেই কটাক্ষ কুণালের।

আরও পড়ুন:“এভাবে চললে বাংলা থেকে বিজেপি মুছে যাবে”, ফের বিস্ফোরক অনুপম, সমর্থন দিলীপের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version