রাজ্যে আরও জেলা বাড়ানোর পরিকল্পনা, কেন্দ্রের কাছে IAS-IPS চাওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

এ রাজ্যে জেলার সংখ্যা মাত্র ২৩। কিন্তু পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার উন্নত করতে জেলাগুলিকে ভেঙে আরও জেলা বাড়ানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কিন্তু পর্যাপ্ত সংখ্যক IAS-IPS অফিসার নেই রাজ্যে। আনুপাতিক হারে নতুন IAS-IPS- অফিসার পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখবে রাজ্য। ইতিমধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwivedi) চিঠি লেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি রাজ্যে WBSC-WBPS অফিসার বাড়ানোর জন্য একটা কমিটি করা হয়েছে। মুখ্যসচিব নেতৃত্বে কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রসচিব-সহ অন্যান্য সচিবরা।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, জেলাগুলিকে পুনর্গঠিত করতে রাজ্যে পর্যাপ্ত সংখ্যায় আইএসএ-আইপিএস নেই। সেই কারণে এককালীন WBSC, WBPS সংখ্যা বাড়াতে সেই কমিটি তৈরি হবে। তিনি বলেন, পাশের ছোট রাজ্যগুলিতে অনেক বেশি জেলা। বাংলাতেও জেলা বাড়ানোর পরিকল্পনা আছে। কিন্তু আইএসএ-আইপিএস পর্যাপ্ত না থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যাচ্ছে না। সেই কারণে পদক্ষেপ হিসেবেই আরও আইএসএ-আইপিএস চাওয়া হচ্ছে।




Previous articleকমিশনরাজ কর্ণাটকে: ধর্মস্থানে অনুদানেও বিজেপি সরকারকে দিতে হয় ৩০ শতাংশ
Next articleহঠাৎ ভোলবদল! এসএসকেএম-র প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল