কর্নাটকে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে বাংলার সরকার

বিজেপি শাসিত রাজ্যে বাংলার ৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পরিবারের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। সোমবার, সন্ধেয় রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম (Jawed Shamim) ও তথ্য-সংস্কৃতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু এই ঘোষণা করেন। পাশাপাশি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে কর্নাটক সরকারকে অনুরোধ করেছে রাজ্য প্রশাসন।

রবিবার রাতে মাছের বর্জ্য রাখার ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় দেগঙ্গার ৫ পরিযায়ী শ্রমিকের। তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলেছেন, ভিন রাজ্যে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয় না। করোনাকালে এই ঘটনা আরও বেশি ভাবে সামনে এসেছে।

কর্নাটক সরকার ও পুলিশে সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন সরকারি আধিকারিকেরা। কর্নাটক সরকারকে ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে। বিজেপি শাসিত রাজ্য শ্রমিক সুরক্ষায় কতটা উদাসীন এই ঘটনাই তার প্রমাণ।

আরও পড়ুন- জিতেন্দ্র গোষ্ঠীর বিরুদ্ধে উপনির্বাচনে টাকা নয়ছয়ের অভিযোগ আসানসোল আদি বিজেপির! তারপর ধুন্ধুমার

Previous articleজিতেন্দ্র গোষ্ঠীর বিরুদ্ধে উপনির্বাচনে টাকা নয়ছয়ের অভিযোগ আসানসোল আদি বিজেপির! তারপর ধুন্ধুমার
Next articleATK Mohunbagan: আবাহনী ম‍্যাচ নিয়ে সতর্ক বাগান কোচ জুয়ান ফেরান্ডো