ব্রিজের পর এবার LAC-র কাছেই ৩টি মোবাইল টাওয়ার চিনের!

এবার কি নতুন কোনও ফন্দি আঁটছে চিন (China)? তবে এমনই কিছু আশঙ্কা করা হচ্ছে। কারণ এবার ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) কাছেই মোবাইল টাওয়ার (Mobile Tower) বসিয়েছে বেজিং! লেহ-লাদাখ হিল কাউন্সিলের প্রাক্তন আধিকারিক কনটচোক স্টানজিন টুইট করে লেখেন, “চিন সম্প্রতি এলএসি-র কাছে তিনটি মোবাইল টাওয়ার তৈরি করেছে৷”

ওই আধিকারিক বলেছেন, প্যাংঙ্গং লেকের কাছে ব্রিজ তৈরির পর এবার ভারতের সীমানার কাছাকাছি হট স্প্রিং এলাকায় ৩টি মোবাইল ফোনের টাওয়ার বসিয়েছে চিন (China)। এটা উদ্বেগের বিষয় নয়? তিনি আরও বলেছেন, এখনও পর্যন্ত ভারতের কিছু গ্রামে 4G মোবাইল টাওয়ার (Mobile Tower) বসেনি। LAC-র কাছে বেশ কিছু জনবহুল গ্রাম রয়েছে সেখানে 4G-র সুবিধা নেই! আমার নির্বাচনী এলাকার ১১টি গ্রামে ফোরজি সুবিধা নেই।

আরও পড়ুন-কোটি কোটি টাকা প্রতারণার, লালবাজারের তৎপরতায় নাসিক থেকে ধৃত কিংপিন লিজা

ব্রিজ এবং মোবাইল টাওয়ার বসানো প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) জানান, পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। ভারত এমন কোনও চেষ্টাকে সমর্থন করে না। গত ৬০ বছর ধরে প্যাংঙ্গংয়ের ওই অঞ্চলটি দখল করে রেখে দিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। সেখানে ব্রিজটি তৈরি করা হচ্ছে।




Previous articleকোটি কোটি টাকা প্রতারণার, লালবাজারের তৎপরতায় নাসিক থেকে ধৃত কিংপিন লিজা
Next article“মিডিয়া নয়, আমি বিজেপি রাজ্য সভাপতি”, ড্যামেজ কন্ট্রোল বৈঠক থেকে কড়া বার্তা সুকান্তর