KKR: রাজস্থানের বিরুদ্ধে হারের কারণ হিসেবে কাকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক?

শ্রেয়সের ৮৫ রান ছাড়া, রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেছেন অ‍্যারন ফিঞ্চ। ৫৮ রান করেন তিনি। নাইট অধিনায়কের মতে ফিঞ্চের উইকেন পড়ে যাওয়াই ম‍্যাচ হারের অন‍্যতম কারণ।

সোমবার রাতে টানটান ম‍্যাচে রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) কাছে ৭ রানে হারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দরুন্ত ম‍্যাচ খেলেও হার। আর এই হারের কারণ হিসাবে মাঠকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র( Shreyas Iyer)। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ব্রেবোর্ন স্টেডিয়ামে এখনও অবধি তিনটি ম‍্যাচের মধ‍্যে একটিতেও জিততে পারেনি।

সাংবাদিক সম্মেলন শ্রেয়স বলেন,” দুর্ভাগ্যজনক ভাবে ব্রেবোর্নে আমরা কোনও দিন জিততে পারিনি। তবে আশা করছি আগামী দিনে সেটা আর হবে না। এই মাঠেও আমরা ম্যাচ জিততে চাই।”

শ্রেয়সের ৮৫ রান ছাড়া, রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেছেন অ‍্যারন ফিঞ্চ। ৫৮ রান করেন তিনি। নাইট অধিনায়কের মতে ফিঞ্চের উইকেন পড়ে যাওয়াই ম‍্যাচ হারের অন‍্যতম কারণ। শ্রেয়স বলেন,” আমার মতে আমরা যেভাবে শুরুটা করেছিলাম, তাতে রানের রেটের দিক থেকে তো আমরা ঠিকভাবেই এগোচ্ছিলাম। অ্যারন ফিঞ্চ দারুণ খেলছিল। তবে ওর উইকেটটাই তফাৎ গড়ে দিল। ও আউট হওয়ার পরেই আমাদের রানের গতি কমে যায়। আমি চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত টিকে থাকতে। কিন্তু সেটাও হল না। এই ধরনের ঘটনা খেলায় হতেই পারে। আশা করছি পরের ম্যাচ জিতব।”

আরও পড়ুন:Ronaldo: সন্তানহারা হলেন রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সিআরসেভেনের