Monday, August 25, 2025

চিরকাল বুদ্ধিহীনতাকে কেন গাধার সঙ্গে তুলনা করা হয় বলতে পারেন? যুগ যুগ ধরে এহেন অপবাদ সহ্য করে আসছে যে প্রাণীটি, তার মধ্যে কি কোন গুনই নেই? আলবাত আছে। বিশ্বাস করুন বা না করুন, বাস্তব এটাই যে গাধার(Donkey) মতন বুদ্ধি সম্পন্ন প্রাণী পৃথিবীতে খুব কমই আছে। তাই এবার ভূস্বর্গে (Kashmir) গাধার জন্য তৈরি হচ্ছে সংরক্ষণশালা(Donkey sanctuary)।

এই পৃথিবীতে সব প্রাণীরই কোনও না কোনও বিশেষ ক্ষমতা বা গুণ আছে। সেই দিক দিয়ে বিচার করলে গাধাও ব্যতিক্রমী নয়। মানুষের নির্দেশ পালনে গাধার জুড়ি মেলা ভার, পাশাপাশি এই প্রাণীটির ঘ্রাণশক্তি আর শ্রবণশক্তিও তুখোড়। আগাম বিপদ সংকেত এরা সহজেই অনুধাবন করতে পারে। প্রখর স্মৃতি শক্তি সম্পন্ন এই প্রাণীটির মূল্য কল্পনাও করতে পারবেন না। যদি অর্থকরী দিক থেকে ভাবেন, তাহলে জেনে নিন গাধার দুধ অত্যন্ত চড়া দামে বাজারে বিক্রি হয়।এক লিটার দুধের দাম প্রায় ২০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত হয়। লকডাউনে গুজরাট এবং মহারাষ্ট্রে ৭-৮ হাজার টাকায় বিক্রি হয়েছে গাধার দুধ। এবার সেই গাধা কে নিয়েই চলছে ভাবনাচিন্তা আর সেখান থেকেই প্রকাশ্যে এসেছে সংরক্ষণশালার প্রস্তাব।

সূত্রের খবর কাশ্মীরের লেতে ডাঙ্কি পার্ক (Donkey Park) তৈরি হচ্ছে। বলা যেতে পারে প্রায় আস্তাবলের সমমর্যাদা সম্পন্ন এই সংরক্ষণশালা(Donkey sanctuary)। সারা দেশের মধ্যে এই প্রথম এই ধরনের ভাবনা চিন্তা করেছে দিল্লির এক বেসরকারি সংস্থা। মনে করা হচ্ছে যে লে বা লাদাখে যেহেতু গাধা পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই সেই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ কে মাথায় রেখে এমন ভাবনা। পর্যটকরা দুর্গম স্থানে ভ্রমণের জন্য এখনও গাধাকেই বেছে নেন। কিন্তু বয়স্ক গাধারা ঠিকমতো পরিবহনে সক্ষম না হওয়ায় তাদের মনিবরা তাড়িয়ে দেয়। অগত্যা ইতস্তত ঘুরে বেড়াতে বাধ্য হয় গাধার দল। এবার তাদের নিয়ে ভাবনাচিন্তা।

হিসেব বলছে সারা দেশে বর্তমানে গাধার সংখ্যা ১ লক্ষ ২০  হাজার কিন্তু চিন্তার বিষয় যে সংখ্যাটা ক্রমশই নিম্নমুখী। সংরক্ষণশালা শুধু গাধাদের সুরক্ষা দেবে এমনটাই নয়, পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে বলেই বেসরকারি সংস্থাটি মনে করছে। ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যে ও এই নিয়ে কাজ শুরু হবে বলে সূত্রের খবর।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version