Thursday, January 8, 2026

সদ্য ১৯-এ পা দিয়েই কলকাতা সেরা সৌমাল্য

Date:

Share post:

মায়ের হাত ধরেই শুরু পথচলা। ছোটবেলা থেকেই নানারকম ডিবেটে অংশ নিতে উৎসাহ জাগিয়েছিল মা।থিয়েটার, সাঁতার, ডিবেট ,পাবলিক স্পিকিং ফোরামে অংশ নেওয়ার সঙ্গে সঙ্গেই সমান গুরুত্ব দিয়ে চলছিল পড়াশুনোও। স্কুলের মার্কশিটে প্রথম সারির ছাত্রদের তালিকাতেই সবসময় নাম থাকত সৌমাল্যর। এইসবের মধ্যেই গ্ল্যামার ওর্য়াল্ডের সঙ্গে যোগাযোগ। ভালোলাগা থেকেই মডেলিং জগতে পা। আর তারপর ধীরে ধীরে উন্নতির শিখরে উঠে জিতে নিল মিস্টার কলকাতার খেতাব।



আরও পড়ুন: WHO প্রধানের নতুন নাম দিলেন মোদি, টেড্রোস হলেন ‘তুলসীভাই’


মাত্র ১৯ বছর বয়স সৌমাল্যর। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছে। নববর্ষের আগে হঠাৎই মাসি মিস্টার কলকাতাতে অডিশনের ফর্ম এনেছিল। কিন্তু ফর্ম জমা দিলেও তখনও বিশ্বাস হয়নি মিস্টার কলকাতার খেতাব পাবে  সৌমাল্য। ১ হাজার ফর্মের মধ্যে ২০ জনের সিলেকশনে তাঁর নাম উঠে আসে। তারপর আরও তিন রাউন্ড। সেখানেও ভালোভাবে উত্তীর্ণ হয় সৌমাল্য। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। যেখানে ৫ জনের মধ্যে বাছাই করে নেওয়া হয় সৌমাল্য বিশ্বাসকে। বিভিন্ন ডিবেটে অংশ নিলেও মডেলিং জগতে সেভাবে কোনও অভিজ্ঞতা না থাকায় সৌমাল্যকে মোস্ট ট্যালেন্টেড মিস্টার কলকাতার খেতাব দেওয়া হয়। যা তাঁর জীবনে এক অন্যতম সাফল্য এনে দিয়েছে।




বছর ১৯-এর সৌমাল্য এখন কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে। কিন্তু মিস্টার কলকাতা খেতাব জয়ের পর তাঁর জীবন খানিকটা হলেও পাল্টেছে। এখন বিশ্ববাংলা সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌমাল্য জানান, ‘A rolling stone gathers no moss’। জীবনে যখন আচমকাই এতটা সাফল্য এসেছে, তখন তাকে কাজে লাগাতে চায় সৌমাল্য। তাই এখন পড়াশুনোর পাশাপাশি মডেলিং ও বিনোদন জগতেও সাফল্য পেতে চায় সে। সফলতার শিখরে এখনও পৌঁছনো বাকি। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে আগ্রহী সে। প্রথমে যদি তা না আসে, তাতে কুছ পরোয়া নেহি। সৌমাল্যর কথায়, ‘আমরা কখনও হারি না। বরং প্রতিটা পদক্ষেপ মানুষকে নতুন শিক্ষা দেয়।’

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...