Monday, August 25, 2025

ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে পা রাখতেই বিপুল বিনিয়োগের ঘোষণা, দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘পাওয়ারহাউজ’ বললেন বরিস

Date:

ভারত (India) সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (UK President Boris Johnson)। দু’দিনের সফরের আজ প্রথম দিন। তিনি ভারতের পা রাখতেই ব্রিটেনের তরফে জানানো হয়েছে, ১০০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ করতে চায় বরিস সরকার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। এ দেশে পা রাখেই জনসন ভারত-ব্রিটেন (India- UK) দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘পাওয়ারহাউজ’ বলে অভিহিত করেছেন।

ব্রিটেন হাই কমিশনের তরফে আজ বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ব্রিটেন এবং ভারতের (India) দ্বিপাক্ষিক বাণিজ্যে ১০০ কোটি পাউন্ডেরও বেশি বিনিয়োগ হবে। বিনিয়োগ করা হবে সফটওয়্যার ইঞ্জিনিয়রিং, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে। ফলে প্রায় এগারো হাজার কর্মসংস্থান হবে ব্রিটেনে। আছ ভারত-ব্রিটেনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে।’

আরও পড়ুনএবারের BGBS-এ ৩৪২৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, ৪০ লক্ষ কর্মসংস্থান: মুখ্যমন্ত্রী

ভারতে (India) এসে প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। বলেন, “ভারত এবং ব্রিটেন- উভয় দেশ একসঙ্গে মিলে অনেক কিছু করতে পারে। ভবিষ্যতে ৫জি টেলিকম থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্র, সব জায়গাতেই উন্নতি হতে পারে। এই সব ক্ষেত্রে সারা বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত এবং ব্রিটেন। এই বাণিজ্যিক সম্পর্কের ফলে কর্মসংস্থান তৈরি হছে।  দেশের বৃদ্ধি হচ্ছে। আগামিদিনে আরও শক্তিশালী হবে আমাদের বাণিজ্যিক সম্পর্ক।”

এদিন গুজরাতের (Gujarati) সবরমতী আশ্রমে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি গান্ধীর আদর্শের ভূয়সী প্রশংসা করেছেন ভিজিটরস বুকে। জানা গিয়েছে, আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।



Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version