Thursday, August 28, 2025

Amitabh Bachchan: আশির দোরগোড়ায় দাঁড়িয়েও দুরন্ত কিকে ভাইরাল বিগ বি!

Date:

বয়স (Age) একটা সংখ্যা মাত্র। বয়স নিয়ে যাঁরা কথা বলে তাঁদের সপাটে জবাব দিতে পারেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। তিনি বোধহয় বলতে পারেন ‘বুড্ঢা হোগা তেরা বাপ’। অন্তত আজ বৃহস্পতিবার(Thursday) সকাল বেলা ইনস্টাগ্রামে পোস্ট করা বিগ বি(Amitabh Bachchan) এর ছবি যেন আবারো এই কথাই প্রমাণ করলো।


২০১১ সালে একটি ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), নাম ছিল ‘ বুড্ঢা হোগা তেরা বাপ’। এটা ২০২২, এখন বিজয় দীননাথ চৌহানের বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই।  কিন্তু বুড়ো হতে তাঁর বড় আপত্তি। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর ছবিগুলো যেন আবারও মনে করিয়ে দিল বয়স একটা সংখ্যা মাত্র।

সবাই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হতে পারেন না। তাই স্বাভাবিক নিয়মেই বয়সের দাসত্ব স্বীকার করতে হয় সময়ের তালে তাল মিলিয়ে। কিন্তু যিনি স্বয়ং শাহেনশাহ তার ক্ষেত্রে এসব প্রযোজ্য নয়। এই কথায় ফের প্রমাণ করে দিল তাঁর দুরন্ত ‘কিকে’র ছবিগুলি।

দশ টাকার নোটে প্রেমিকের উদ্দেশ্যে বার্তা কুসুমের ‘ আমাকে নিয়ে পালাও’

গত শতাব্দীর সাতের দশকে সেই যে বলিউডের মসনদে বসে রাজ্যপাট বিস্তার শুরু করেছিলেন তিনি, আজও সেই মসনদে অটল অবস্থানে অমিতাভ। কিন্তু মহাতারকা সব সময়ই যেন আরও বেশি কিছু করার তাগিদ অনুভব করেন। আর এই মুহূর্তে অমিতাভ ঠিক সেই লক্ষ্যেই এগোচ্ছেন। তিনি আপাতত মজেছেন জ্যাকি-পুত্রের(Tiger Shroff) শারীরিক ক্ষিপ্রতায়।


আসল ব্যাপারটা কী বলুন তো? আসলে টাইগার শ্রফ (Tiger Shroff) মানেই স্টাইলিশ কিক। আজ রাতে মুগ্ধ অমিতাভ বচ্চন। নিজের পোস্টেই একথা জানিয়েছেন মেগাস্টার। তাঁর পোস্টে তিনি লিখেছেন, ”টাইগার শ্রফ ওই ‘কিক’ দক্ষতার জন্য যত লাইক পায় তা দেখে আমারও ইচ্ছে হল আমিও চেষ্টা করে দেখি, যদি অল্পবিস্তর লাইক পেয়ে যাই।” ৭৯-তেও এমন রসবোধকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। প্রথম ঘণ্টা চারেকের মধ্যেই লাইক পেরিয়ে গিয়েছে ৩ লক্ষের গণ্ডি।

বাঙালির শেষ পাতে মহারাজ- ‘ মিষ্টি ‘-স্বাদ ভুলতে দিচ্ছে না ভীম নাগ’স ব্রাদার শ্রীনাথ নাগ

অমিতাভের পোস্টটি শেয়ার করেছেন টাইগার নিজেও। তিনি লিখেছেন অমিতাভের মতো বয়সে পৌঁছে তাঁর এক শতাংশ গুণ পেলেও তিনি ধন্য হয়ে যাবেন।

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version