Saturday, January 17, 2026

নৈহাটিতে গাড়ির শোরুমে ক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

গাড়ির শোরুম থেকে উদ্ধার হল ক্রেতার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে নৈহাটি সাহেব কলোনি এলাকায়। একমাস আগে নৈহাটি সাহেব কলোনি এলাকার একটি গাড়ি শোরুম থেকে ফাইনান্স এ নতুন গাড়ি কিনেছিলেন সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। গাড়ি কেনার প্রথম কিস্তির ৪৫ হাজার টাকার চেক বাউন্স হওয়ায় বাইক ক্রেতা সাদ্দাম হোসেন কে শোরুম থেকে ডাকা হয় মঙ্গলবার। এরপর আর বাড়ি ফেরেনি সাদ্দাম। বুধবার শোরুম থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় সাদ্দামের (Saddam Hossain)।বাড়ির লোক খবর পেয়ে শোরুমে পৌঁছে দেখেন শোরুমের পিছনে বাথরুমে ঝুলন্ত অবস্থায় রয়েছে সাদ্দাম। পরিবারের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের বাড়ির ছেলেকে। ঘটনার আগে ওই যুবক তাঁর কয়েকজন বন্ধুকে ফোন করেছিলেন। পরিবারের সদস্য ও বন্ধুরা কয়েকটি কল রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। তাতেই শোনা গিয়েছে সাদ্দাম (Saddam Hossain) ফোন করে তাঁর এক বন্ধুকে বলছেন, “যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠা। ওরা আমাকে এমন মারছে ভাই, মেরে দেবে। আর সহ্য করতে পারছি না। সাত-আট জন মিলে মারছে। টাকাটা ম্যানেজ করে পাঠা।”আরও পড়ুন – গাছকাটা নিয়ে কাকা-ভাইপোর বিবাদ, গুলিতে জখম দুই

সাদ্দাম হোসেনের পরিবারের দাবি, সাদ্দাম ফোনে জানিয়েছিলেন শোরুমে তাঁর ওপর চাপ তৈরি করা হচ্ছে। তাঁকে মারধর করা হচ্ছিল বলেও জানান। এমনকি তিনি বলেছিলেন, বাড়ি থেকে যতটা দ্রুত সম্ভব টাকা নিয়ে আসতে, যাতে টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান তাঁরা। খবর পেয়ে ওই শোরুমে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। তখনও শোরুমের লোকজন তাঁদের সঙ্গে ভালো ভাবে কথা বলেননি। সাদ্দাম কোথায়, সেই উত্তরও ঠিকভাবে দিতে পারেননি তাঁরা। এরপরই শোরুমের একটি ঘরে সাদ্দামের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।সাদ্দামের ঝুলন্ত দেহ দেখে স্তম্ভিত হয়ে যান শোরুমের কর্মীদেরও একাংশ। তাঁদের দাবি, আত্মাঘাতী হয়েছেন সাদ্দাম। কিন্তু পরিবারের অভিযোগ, সাদ্দামকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নৈহাটি থানার পুলিশ গিয়ে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায়। সাদ্দামের এক আত্মীয় বলেন, “জলজ্যান্ত ছেলেটা শোরুমে গেল, আর হঠ্ করে আত্মহত্যা করল? এমনটা হয় নাকি ! ওরাই মেরে ফেলেছে ছেলেটাকে।” যদিও শোরুম কর্তৃপক্ষের থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।


spot_img

Related articles

বেলা বাড়তেই উধাও শীত, বসন্ত পঞ্চমীতে বাড়বে তাপমাত্রা!

সকালের শীত শীত অনুভূতি বেলা বাড়তেই উধাও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে...

দিলীপের জায়গা বঙ্গ বিজেপিতে আবারও অনিশ্চিত! ব্রাত্য মোদির সভা থেকে

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বিশেষ বৈঠক করে ভোটের আগে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি...

টাটার সঙ্গে মোদির দেওয়া-নেওয়া কূট-নীতি! সিঙ্গুরের সভার আগে ফাঁস সাকেতের

মোদি আসছেন সিঙ্গুরে। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি করতে। গালভরা মিথ্যা প্রতিশ্রুতি আর বাংলার নামে কুৎসা করতে। প্রধানমন্ত্রী মোদির...

বন্দেভারত স্লিপারে হামলার আশঙ্কায় কালিয়াচকের আইসিকে চিঠি আরপিএফের

শনিবার দেশের প্রথম বন্দেভারত স্লিপারের (Vande Bharat sleeper train) উদ্বোধন হতে চলেছে। হাওড়া থেকে ট্রেনটি যাবে কামাখ্যায়। প্রিমিয়াম...