Friday, December 5, 2025

নৈহাটিতে গাড়ির শোরুমে ক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

গাড়ির শোরুম থেকে উদ্ধার হল ক্রেতার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে নৈহাটি সাহেব কলোনি এলাকায়। একমাস আগে নৈহাটি সাহেব কলোনি এলাকার একটি গাড়ি শোরুম থেকে ফাইনান্স এ নতুন গাড়ি কিনেছিলেন সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। গাড়ি কেনার প্রথম কিস্তির ৪৫ হাজার টাকার চেক বাউন্স হওয়ায় বাইক ক্রেতা সাদ্দাম হোসেন কে শোরুম থেকে ডাকা হয় মঙ্গলবার। এরপর আর বাড়ি ফেরেনি সাদ্দাম। বুধবার শোরুম থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় সাদ্দামের (Saddam Hossain)।বাড়ির লোক খবর পেয়ে শোরুমে পৌঁছে দেখেন শোরুমের পিছনে বাথরুমে ঝুলন্ত অবস্থায় রয়েছে সাদ্দাম। পরিবারের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের বাড়ির ছেলেকে। ঘটনার আগে ওই যুবক তাঁর কয়েকজন বন্ধুকে ফোন করেছিলেন। পরিবারের সদস্য ও বন্ধুরা কয়েকটি কল রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। তাতেই শোনা গিয়েছে সাদ্দাম (Saddam Hossain) ফোন করে তাঁর এক বন্ধুকে বলছেন, “যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠা। ওরা আমাকে এমন মারছে ভাই, মেরে দেবে। আর সহ্য করতে পারছি না। সাত-আট জন মিলে মারছে। টাকাটা ম্যানেজ করে পাঠা।”আরও পড়ুন – গাছকাটা নিয়ে কাকা-ভাইপোর বিবাদ, গুলিতে জখম দুই

সাদ্দাম হোসেনের পরিবারের দাবি, সাদ্দাম ফোনে জানিয়েছিলেন শোরুমে তাঁর ওপর চাপ তৈরি করা হচ্ছে। তাঁকে মারধর করা হচ্ছিল বলেও জানান। এমনকি তিনি বলেছিলেন, বাড়ি থেকে যতটা দ্রুত সম্ভব টাকা নিয়ে আসতে, যাতে টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান তাঁরা। খবর পেয়ে ওই শোরুমে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। তখনও শোরুমের লোকজন তাঁদের সঙ্গে ভালো ভাবে কথা বলেননি। সাদ্দাম কোথায়, সেই উত্তরও ঠিকভাবে দিতে পারেননি তাঁরা। এরপরই শোরুমের একটি ঘরে সাদ্দামের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।সাদ্দামের ঝুলন্ত দেহ দেখে স্তম্ভিত হয়ে যান শোরুমের কর্মীদেরও একাংশ। তাঁদের দাবি, আত্মাঘাতী হয়েছেন সাদ্দাম। কিন্তু পরিবারের অভিযোগ, সাদ্দামকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নৈহাটি থানার পুলিশ গিয়ে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায়। সাদ্দামের এক আত্মীয় বলেন, “জলজ্যান্ত ছেলেটা শোরুমে গেল, আর হঠ্ করে আত্মহত্যা করল? এমনটা হয় নাকি ! ওরাই মেরে ফেলেছে ছেলেটাকে।” যদিও শোরুম কর্তৃপক্ষের থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।


spot_img

Related articles

Indigo-র ১০০০ বিমান বাতিল! বিমানবন্দরে আতান্তরে যাত্রীরা

বিমান বাতিলের (Flight Cancelled) রেকর্ড গড়ল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। গত ৩-৪ দিনে বিমান বাতিল...

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...