Tuesday, November 4, 2025

পলিটেকনিকের ভুয়ো ডিপ্লোমাপ্রাপ্ত ফিটার মিস্ত্রী”, ফের তথাগতর নিশানায় দিলীপ

Date:

Share post:

রাজ্য বিজেপিতে তথাগত রায় আর দিলীপ ঘোষের সাপে-নেউলে সম্পর্ক কারও অজানা নয়। একের পর এক নির্বাচনে ভরাডুবির পর টুইট বাণে দিলীপ ঘোষকে জর্জরিত করছেন তথাগতবাবু। দিলীপ ঘোষকে বারেবারে ‘ফিটার মিস্ত্রি’ বলে সম্মোধন করে থাকেন তথাগত রায়।

আবার তার পাল্টা বিবৃতি দিয়ে তথাগতকে ‘‌ফালতু লোক’‌ বলে আক্রমণ করেছেন দিলীপবাবু। সম্প্রতি, সংবাদ মাধ্যমের সামনে তথাগত রায় সম্পর্কে দিলীপ ঘোষের মূল্যায়ন, “যাদের কোনও কাজকর্ম নেই, তাঁরাই সারাদিন বসে টুইট করে। ওসব ফালতু লোককে পাত্তা দিই না। রাজ্যের কোনও পঞ্চায়েত ভোটে জেতার ওর ক্ষমতা নেই।”

নাম না করে ফের ফিটার মিস্ত্রি বলে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তথাগত রায়। এবার একটি টুইটে বিজেপির বর্ষীয়ান নেতা লিখছেন, “আমার এক বন্ধু বলেছেন আমি নাকি ফিটার মিস্ত্রিদের অপমান করেছি। কখনোই না। কিন্তু যদি অজান্তেও করে থাকি, তাহলে তাদের কাছে ক্ষমা চাইছি।।”

টুইটে এর পরই নাম না করে দিলীপ ঘোষকে ঠুকে তথাগত রায়ের সংযোজন, “কিন্তু যে ফিটার মিস্ত্রীটি ২০১৪ সালের নির্বাচনের আগে মিথ্যা এফিডেভিট করে নিজেকে ঝাড়গ্রাম পলিটেকনিকের ডিপ্লোমাপ্রাপ্ত বলে লিখেছিলেন, এবং যা ওই পলিটেকনিক অস্বীকার করেছে তার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। কারণ মিথ্যা এফিডেভিট করা একটি দণ্ডযোগ্য অপরাধ।”

অর্থাৎ তথাগত রায় পরিস্কার বুঝিয়ে দিয়েছেন, দিলীপ ঘোষ একজন মিথ্যুক। ভাঁওতা। যিনি পলিটেকনিকের ভুয়ো সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ান। তিনি আইনের চোখেও অপরাধী। তাই প্রকৃত ফিটার মিস্ত্রিরা যদি অজান্তে তাঁর কোনও মন্তব্যে দুঃখ পেয়ে থাকেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু দিলীপ ঘোষের মতো ভুয়ো ডিগ্রিধারীর কাছে কখনোই ক্ষমা চাইবেন না।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...