গরমের দাপট থেকে খানিকটা স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হল বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। পুরুলিয়ায় এক ধাক্কায় তাপমাত্রা ৫ ডিগ্রি নেমে গিয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:১১ মে থেকে কোন ফোনগুলিতে থাকতে চলেছে কল রেকর্ডিংয়ের সুবিধা?
শুক্রবার সকাল থেকেই মুখভার আকাশের। গরমের দাবদাহ নেই। নেই গুমোট গরমও। সকাল থেকেই মৃদু হাওয়ায় মনোরম পরিবেশ গোটা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও বৃষ্টি অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টি হবে। এদিন কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। আজ, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮০ শতাংশের কাছাকাছি।