Monday, August 25, 2025

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) বিরুদ্ধে তৎপর হয়ে উঠল সিবিআই(CBI)। গরু পাচার মামলায় শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় রবিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিশ পাঠানো হল অনুব্রতকে। আগামিকাল দুপুর ২.৩০ নাগাদ সিজিও কমপ্লেক্সে(CGO Complex) উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

গতবছর মে মাসে বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারের মৃত্যুর ঘটনার তদন্তে অনুব্রতকে এর আগে দু’বার নোটিশ দিয়েছিল সিবিআই। সেই ঘটনাতেই তৃতীয়বার অনুব্রতকে তলব করল সিবিআই। সবমিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই অনুব্রতর বিরুদ্ধে তৎপরতা শুরু করে দিল সিবিআই। শুক্রবারই এসএসকেএম হাসপাতাল ছাড়া পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে আপাতত স্থিতিশীল রয়েছেন অনুব্রত। ফলে তাঁকে এই অবস্থায় জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে। যার ফলে গরুপাচার মামলায় এদিন বিকেল সাড়ে ৫ টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার দুপুরেই তাঁর চিনার পার্কের বাড়িতে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি শনিবার অনুব্রত মণ্ডলের গাড়িতে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হন তাঁর আইনজীবী।

আরও পড়ুন:প্রেমিকার অভিযোগের জের বৌভাতের আসর থেকেই সোজা শ্রীঘরে যুবক

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল পঞ্চম নোটিশ পাওয়ার পর সিবিআই দপ্তরে হাজিরা দিতে আসার পথে হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তাই নিজাম প্যালেসে না গিয়ে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। এরপর থেকে গতকাল, শুক্রবার পর্যন্ত উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন অনুব্রত।

অবশেষে ১৭ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতিকে শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে বেরিয়ে তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে যান। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। জানা গিয়েছে, চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যেতে বলেছেন চিকিৎসকরা। এর মধ্যেই ফের CBI তলব করায় নতুন করে যে অস্বস্তিতে পড়লেন অনুব্রত মণ্ডল, তা বলার অপেক্ষা রাখে না।




Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version