সোমবার আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ১১ রানে জয় পায় পাঞ্জাব কিংস (Punjab Kings)। ১৬ নম্বর ওভারে সন্দীপ শর্মা ২৩ রান দেওয়ার পর একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা হয়ত জিতে যাবে সিএসকে। চার ওভারে জয়ের জন্য বাকি ছিল ৪৭ রান, হাতে ছিল ছয় উইকেট। তবে ১৭ ও ১৯ নম্বর ওভারে অর্শদীপ সিং যথাক্রমে ছয় ও আট রান দিয়ে খেলা ঘুরিয়ে দেন। আর অর্শদীপের এই পারফরম্যান্সই মন কেড়েছে পাঞ্জব অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালের। বললেন, ম্যাচের টার্নিং পয়েন্ট ওটাই ছিল।

সাংবাদিক সম্মেলনে ময়ঙ্ক বলেন,”আমার মতে অর্শ দারুণ বল করেছে। ওকে বাহবা দিতেই হয়। গোটা মরশুম জুড়ে ও সবসময় এগিয়ে এসে বল চেয়ে নিয়েছে। আমাদের হয়ে কঠিন ওভারগুলো বল করছে। রাবাদাও দারুণ করেছে। ওই অবস্থায় রুতুরাজ গায়কোয়াডড ও আম্বাতি রায়াডুর উইকেট নেওয়াটা খুব জরুরি ছিল। আমার মনে হয় ওরা দুইজনেই বল হাতে আমাদের হয়ে ম্যাচটা বদলে দিয়েছেন।”
