Saturday, May 17, 2025

ফের বিস্ফোরণ, কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। এবার বোমা বিস্ফোরণ বিশ্ববিদ্যালয়ে । প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে যে একটি ভ্যানের ভিতরে হয়েছে বিস্ফোরণটি (Bomb Blast)। তিনজন চিনা (China)নাগরিকসহ চার জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাপপ্রবাহের জেরে এপ্রিলেই কী গরমের ছুটি? জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দফতর

মঙ্গলবার দুপুরে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। সূত্র মারফত জানা যায়, করাচি বিশ্ববিদ্যালয় (Karachi University) চত্বরে একটি গাড়ির ভিতরে রাখা বোমা ফেটে ওই বিস্ফোরণ (Bomb Blast) ঘটেছে। করাচি বিশ্ববিদ্যালয় (Karachi University)চত্বরের ভিতরে কনফুসিয়াস ইনস্টিটিউটের (Confucius Institute) একেবারে কাছেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। বিস্ফোরণের পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা কার্যত ঘিরে ফেলে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ এবং সেনা জওয়ানরা। সূত্রের দাবি, গাড়িটির ভিতরে কম করে ৬-৭ জন ছিলেন। ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে আটকে পড়া মানুষদের দ্রুত চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক।

ঠিক কীভাবে ঘটল বিস্ফোরণ? সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। জানা যায় বিদেশি ভাষা শেখানো হয় ওই ইনস্টিটিউটে। আক্রান্তরা কনফুসিয়াস ইনস্টিটিউটে ফেরার সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে।এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে নাকি নেহাতই দুর্ঘটনা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version