Tuesday, August 26, 2025

ফের বিস্ফোরণ, কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। এবার বোমা বিস্ফোরণ বিশ্ববিদ্যালয়ে । প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে যে একটি ভ্যানের ভিতরে হয়েছে বিস্ফোরণটি (Bomb Blast)। তিনজন চিনা (China)নাগরিকসহ চার জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাপপ্রবাহের জেরে এপ্রিলেই কী গরমের ছুটি? জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দফতর

মঙ্গলবার দুপুরে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। সূত্র মারফত জানা যায়, করাচি বিশ্ববিদ্যালয় (Karachi University) চত্বরে একটি গাড়ির ভিতরে রাখা বোমা ফেটে ওই বিস্ফোরণ (Bomb Blast) ঘটেছে। করাচি বিশ্ববিদ্যালয় (Karachi University)চত্বরের ভিতরে কনফুসিয়াস ইনস্টিটিউটের (Confucius Institute) একেবারে কাছেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। বিস্ফোরণের পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা কার্যত ঘিরে ফেলে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ এবং সেনা জওয়ানরা। সূত্রের দাবি, গাড়িটির ভিতরে কম করে ৬-৭ জন ছিলেন। ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে আটকে পড়া মানুষদের দ্রুত চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক।

ঠিক কীভাবে ঘটল বিস্ফোরণ? সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। জানা যায় বিদেশি ভাষা শেখানো হয় ওই ইনস্টিটিউটে। আক্রান্তরা কনফুসিয়াস ইনস্টিটিউটে ফেরার সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে।এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে নাকি নেহাতই দুর্ঘটনা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version