Thursday, August 21, 2025

দু’বছর পর চলচ্চিত্র উৎসব ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস সিনে-প্রেমীদের

Date:

Share post:

করোনার বাধা কাটিয়ে শুরু হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Kolkata International Film Festival or KIFF) ৷ আর তাকে ঘিরেই চোখে পড়ার মতো উৎসাহ উচ্ছ্বাস সিনে-প্রেমীদের। চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ‘অরণ্যের দিনরাত্রি’ ৷ এবছরের চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ ফিনল্যান্ড।

এটি এমনই একটা উৎসব যার জন্য গোটা একটা বছর অপেক্ষা করে থাকেন সিনেমাপ্রেমীরা। কিন্তু কলকাতায় করোনার বাড়বাড়ন্তর কারণে চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF) উৎসবে বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। তবে কড়া বিধিনিষেধ মেনেই চলছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল।
এবছর কোভিড (Covid) পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তাই, ১০০ শতাংশ আসনেই দর্শকেরা বসতে পারছেন। উৎসব চলাকালীন দিনের-দিনই বিলি করা হচ্ছে ছবির দেখার পাস।

সত্যজিতের শতবর্ষ উপলক্ষ্য তাঁর ছবির পোস্টার জুড়ে তৈরি করা হয়েছে সত্যজিৎ ওয়াল। চলচ্চিত্র উৎসবে প্রতিবারের মতো এবারও সেজে উঠেছে নন্দন (Nandan) চত্বর।

আরও পড়ুন-দুয়ারে সরকার: এসেছে যোগী রাজ্যের স্বীকৃতি, বুধবার জরুরি বৈঠক ডাকলেন মমতা

৭১টি দেশ থেকে মোট ১৬৯৮টি ছবি জমা পড়েছিল এই চলচ্চিত্র উৎসবে । তার মধ্যে থেকে বাছাই করে দেখানো হচ্ছে ১৬৩ টি ছবি । যার মধ্যে রয়েছে ৪৬টি বিদেশি ছবি, ১০৪টি ফিচার ফিল্ম, ৫৯ টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম। সাতদিন ব্যাপী এই উৎসবে ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ৪১টি দেশের ১৬৩টি ছবি। নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১,২ এবং কলকাতা ইনফরমেশন সেন্টার কনফারেন্স হল মিলিয়ে মোট এই ১০টি জায়গায় দেখানো হচ্ছে ছবিগুলি ।

এবছর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে সত্যজিত রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ন ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে । এছাড়াও স্মরণ করা হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জাঁ পল বেলমন্ডো, জাঁ ক্লদ ক্যারিরি, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে, লতা মাঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধায়, বাপ্পি লাহিড়ী এবং অভিষেক চট্টোপাধ্যায়কে । সাতদিন ব্যাপী প্রদর্শিত হবে তাঁদের একাধিক ছবি। তার সঙ্গে থাকছে সিনে আড্ডা, সেমিনার , সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার এবং প্রদর্শনীর ব্যবস্থাও।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...