Tuesday, August 26, 2025

জল্পনাই সার: কংগ্রেসে যোগ দিচ্ছেন না, টুইটে জানালেন পিকে

Date:

গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছিল কংগ্রেসে(Congress) যোগ দিয়ে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তবে জল্পনাই সার। বুধবার টুইট করে প্রশান্ত কিশোর(Prashant Kishor) জানিয়ে দিলেন, দলে যোগদানের প্রস্তাব দেওয়া হলেও লোভনীয় এই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। তাঁর যোগদানের চেয়েও কংগ্রেসের এই মুহূর্তে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল সংকট থেকে বেরিয়ে আসা। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পিকের যোগ না দেওয়ার বিষয়টি এদিন কংগ্রেসের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন টুইট করে প্রশান্ত কিশোর জানান, “আমি কংগ্রেসে যোগ দেওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমার মতে এই মুহূর্তে আমার থেকেও কংগ্রেসের যেটা বেশি প্রয়োজন, সেটা হল নেতৃত্ব এবং সাংগঠনিক খোলনলচে বদলে দলের গভীর সংকট দূর করার সদিচ্ছা।” পিকের পাশাপাশি আনুষ্ঠানিক ভাবে তাঁর দলে যোগ না দেওয়ার বিষয়টি ঘোষণা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে জানান, “প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তাঁর প্রেজেন্টেশনের পর কংগ্রেস সভানেত্রী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ দল গঠন করেছেন। কংগ্রেস সভানেত্রী প্রশান্ত কিশোরকেও দলে যোগ দিয়ে এই গ্রুপের অংশ হিসাবে বিশেষ দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যখ্যান করেছেন। তবে তিনি দলের জন্য যে পরামর্শগুলি দিয়েছেন এবং পরিশ্রম করেছেন, আমরা সেটাকে সম্মান করি।”

আরও পড়ুন:Punjab Kings: অর্শদীপের পারফরম্যান্স মন কেড়েছে ময়ঙ্কের, সাংবাদিক সম্মেলনে প্রশংসায় মাতলেন তিনি

তবে দলে যোগদানের বিষয়টি এতদূর গড়িয়ে যাওয়ার পর হঠাৎ পিকের সিদ্ধান্ত বদলের পিছনে রাজনৈতিক মহলের অনুমান, কংগ্রেসে যোগদানের বিষয়ে প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধীকে বেশকিছু শর্ত দিয়েছিলেন যা মানতে রাজি হননি সোনিয়া গান্ধী। দলে যোগ দেওয়ার জন্য প্রশান্তকে অন্য সমস্ত দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তারপরেও তিনি টিআরএস সুপ্রিমো কেসিআরের (KCR) সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। তাঁর প্রাক্তন সংস্থা আই-প্যাক (I-PAC) টিআরএসের সঙ্গে চুক্তিও করেছে। তবে কি সেইজন্য পিছিয়ে এলেন পিকে? প্রশ্ন কিন্তু উঠছেই।




Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version