Monday, August 25, 2025

ধর্মীয় সম্মেলনে ঘৃণা ভাষণ: উত্তরাখণ্ড সরকারকে পদক্ষেপের নির্দেশ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

ধর্মীয় সম্মেলনের নামে সঙ্খ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কোনও রকম ঘৃণা ভাষণ(Hate Speech) বরদাস্ত করা হবে না। বুধবার বিজেপি(BJP) শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand) আয়োজিত হতে হতে চলেছে একটি ধর্ম সম্মেলন তার আগে কড়া ভাষায় এমনটাই নির্দেশ দিল সুপ্রিমকোর্ট(Supreme Court)। উত্তরাখণ্ড সরকারকে কড়া নির্দেশ দিয়ে আদালতের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, যদি সঙ্খ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কোনও রকম ঘৃণা ভাষণ দেওয়া হয় সেক্ষেত্রে রাজ্যের মুখ্যসচিব তার দায় এড়াতে পারবেন না। এই ধরনের ঘৃণা ভাষণ রুখতে সমস্ত রকম পদক্ষেপ করতে বলা হয়েছে রাজ্য সরকারকে।

উত্তরাখণ্ডে ফের একবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর হরিদ্বার সহ একাধিক জায়গায় ধর্মীয় সম্মেলনের নামে সঙ্খ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক ঘৃণা ভাষণ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এইসব সম্মেলনের বেশকিছু ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে ধর্মগুরুরা মঞ্চ থেকে সাধারণ মানুষকে নির্দেশ দিচ্ছেন মুসলিম নিধন করার। এই ধরনের ঘটনার পরও অভিযুক্ত ধর্মগুরুদের বিরুদ্ধে শুরুতে কোনও পদক্ষেপ নেয়নি রাজ্যপুলিশ। বিতর্ক চূড়ান্ত আকার ধারন করার পর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কড়া ভাষায় রাজ্যসরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:Ravindra Jadeja: ‘পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায়, হারের মুখ দেখতে হল চেন্নাইকে’, বললেন জাড্ডু

আদালতের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা রাতারাতি ঘটে না, আগে থেকে সব পরিকল্পনা করা হয়। সভাস্থল সময়সূচি সবকিছু সম্পর্কে অবগত থাকে প্রশাসন। এমনকি নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্যপ্রসাসন পদক্ষেপ নেয় না। প্রসঙ্গত, সোমবারও ধর্মীয় সম্মেলনের ঘৃণা ভাষণ সংক্রান্ত এক মামলায় হিমাচল প্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করে আদালত। জানানো হয়, “এই ধরনের কার্যকলাপ রুখতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। আদৌ কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা, তা আদালতকে জানাতে হবে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে।”




spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...