কেন্দ্রীয় সরকারের ষড়ষন্ত্রের কারণে বাংলার পাটশিল্প (Jute Industry) ধ্বংসের পথে। এই অভিযোগে প্রতিবাদ সভার আয়োজন করা করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। ৪ মে জুট কমিশনার অফিসের সামনে এই প্রতিবাদ সভার কথা নিজের টুইটার হ্যান্ডেলে ঘোষণা করেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

ঋতব্রত লিখেছেন, “তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তরফে ৪ মে জুট কমিশনার অফিসের সামনে জুট শ্রমিকদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বাংলার পাটশিল্পকে ধ্বংস করার জন্য কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র ও পরিকল্পনাকে সর্বশক্তি দিয়ে আটকানো হবে।“

Announcement.
INTTUC West Bengal is organising a PROTEST MEETING on behalf of JUTE WORKERS in front of the Jute Commissioners office on May 4. Conspiracies and designs of the Union Govt. to destroy Bengal’s Jute industry will be resisted tooth and nail.
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) April 27, 2022
এদিনই বাংলার পাটশিল্পকে শেষ করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ কেন্দ্রের ভুল নীতিতে পাটশিল্প ধ্বংসের পথে চলেছে বলেও মোদি সরকারে বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
