শ্রীনগরে কাজে গিয়ে গুলিবিদ্ধ মালদহের দুই যুবকের স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

শ্রীনগরে কাজে গিয়ে গুলিবিদ্ধ মালদহের দুই যুবকের স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী দুই যুবকের খোঁজ নিলেন। জেলা শাসককে নির্দেশ দিলেন তাদের চিকিৎসার সব ব্যবস্থা করতে। রাজ্য সরকার যে তাদের চিকিৎসার যাবতীয় দায়ভার গ্রহণ করবে তা এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন।

শ্রীনগরে কাজে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন মালদহের মালতিপুর বিধানসভার  বাসিন্দা দুই যুবক আনিকুল ইসলাম ও নাজিমুল ইসলাম বুধবার ফিরলেন মালদহে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের  দুজনকেই মালদহে ফিরিয়ে নিয়ে আসা হল।  বুধবার সকাল ছটা নাগাদ গৌড় এক্সপ্রেসে মালদহে ফেরেন দুই যুবক আনিকুল ইসলাম ও নাজিমুল ইসলাম। মঙ্গলবার  বিমানে শ্রীনগর থেকে কলকাতায় ফেরেন দুজনে। এরপর বুধবার সকালে ট্রেনে করে মালদহ। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে একজনের অবস্থা এখনও যথেষ্ট আশঙ্কাজনক। দু’জনকেই চিকিৎসার জন্য  আপাতত  মালদহ মেডিকেল কলেজের ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়েছে।  এদিন স্টেশনে ও  হাসপাতালে  হাজির ছিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রাজ্য সরকারের উদ্যোগে গুলিবিদ্ধ দুই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন  স্বয়ং মুখ্যমন্ত্রী।

Previous articleEntertainment: ‘সীতে’ আর ‘হনু’ শব্দের জেরে সেন্সর বোর্ডের কোপে বাংলা ছবি
Next articleজ্বালানী তেলে শুল্ক না কমানোয় তোপ মোদির, পাল্টা আক্রমণ বিরোধীদের