Tuesday, August 26, 2025

আগুনে গরমে ঝলসে যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। দেখা নেই বৃষ্টির। ভয়াবহ এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর। যদিও এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়ে দিলেন, ব্যাপক গরম পড়লেও রাজ্যে কোনও জল সংকট নেই। যেখানে জলের(Water) প্রয়োজন হচ্ছে গাড়ি পাঠিয়ে জল দেওয়া হচ্ছে।

এদিন সাংবাদিক বৈঠক থেকে ফিরহাদ হাকিম জানান, গরম পড়লে স্বাভাবিকভাবে জলের চাহিদা একটু বাড়ে। যারা একবার স্নান করতেন তারা এখন ৩ বার স্নান করেন। কিন্তু মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তো জলের উতপাদন করা সম্ভব নয়। সেক্ষেত্রে জলের স্তর নেমে যাবে। ভূগর্ভস্থ জলের স্তরও নামছে। পাশাপাশি তিনি আরও জানান, “এই ১৫ টা দিন মানুষের একটি অসুবিধা হবে। তারপর সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি শুরু হলে জলের চাহিদা কমে যাবে। প্রতি বছরই ১৫-২০ দিনের জন্য এই ধরনের একটু সমস্যা দেখা যায়। গ্রামের দিকে যেখানে লোকসঙ্খ্যা বেশি। একটু আধটু জলের সংকট দেখা যাচ্ছে সেখানে আমরা গাড়িতে করে জল পাঠাচ্ছি।” একইসঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীও সমস্ত দফতরকে নিয়ে বৈঠক করেছেন যাতে সক্রিয় ভাবে আমরা বিসয়টির দিকে নজর দিই।”




Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version