Saturday, January 10, 2026

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার: বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ ‘শহিদ’ পরিবারের সদস্যরা

Date:

Share post:

রাজ্যে বিভিন্ন ঘটনায় নিহত বিজেপি(BJP) কর্মীদের পরিবারের সদস্যরা গেরুয়া শিবিরের উপর যারপরনাই অসন্তুষ্ট। নির্বাচনের সময় তাদেরকে রাজনৈতিক স্বার্থে বঙ্গ বিজেপি ব্যবহার করেছে এমন অভিযোগও তুলছেন শহিদ পরিবারের সদস্যরা। শুক্রবার দলের কিছু ‘শহিদ’ পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করছে বঙ্গ বিজেপির নেতারা। তার ঠিক আগের মুহূর্তেই দিল্লিতে না যাওয়া শহিদ পরিবারের কিছু সদস্য প্রশ্ন তুলেছেন, বিজেপির তরফে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন তা এখনও পালন করা হয়নি? খুব স্বাভাবিকভাবের তাদের প্রশ্নে অসস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।

বিধানসভা নির্বাচনের আগে নিহত দলীয় কর্মীদের নিয়ে রাজনীতি কিছু কম করেনি বিজেপি। তাদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বাংলায় এসে মৃত কর্মীদের নিয়ে তর্পনের রাজনীতি করেছেন নাড্ডা- কৈলাসরা। তখনই বিজেপির তরফে শহিদ পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি দেওয়া হয় তাঁদের চাকরি দেওয়া হবে। তবে সেই প্রতিশ্রুতি আজও পুরণ হয়নি, কিন্তু শহিদ পরিবারের সদস্যদের একের পর এক দলীয় কর্মসূচীতে এনে রাজনৈতিক স্বার্থে তাঁদের ব্যবহার করে গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বরা। এমনটাই অভিযোগ শহিদ পরিবাদের সদস্যদের। যার জেরেই প্রশ্ন উঠছে দলীয় কর্মীদের নিহত হওয়ার ঘটনাকে কেবল রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করতে চাইছে বিজেপি নেতৃত্ব?

আরও পড়ুন:কয়লা সঙ্কট : যাত্রীবাহী ট্রেন বাতিল করে মালগাড়ি চালাচ্ছে রেল

অবশ্য শহিদ পরিবারের সদস্যদের বিজেপির তরফে দিল্লি নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও দিল্লিতে এনাদের নিয়ে গিয়ে আন্দোলন কর্মসূচী করেছে বিজেপি। সাক্ষাত করা হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে। আর সেই ছকে শুক্রবার দিল্লিতে ফের কর্মসূচী রয়েছে বিজেপির। এদিন যন্তর-মন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পদযাত্রা ও তারপর ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ ও মোমবাতি মিছিল করার পরিকল্পনা রয়েছে।




spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...