Saturday, November 15, 2025

Delhi:বৃষ্টির জন্য রাজধানীর নাম বদলের দাবি হিন্দু মহাসভার

Date:

প্রখর গরমে হাঁসফাঁস অবস্থা চারপাশে, আজ আসবে কাল আসবে করেও আজ পর্যন্ত বৃষ্টির (Rain) দেখা নেই। তীব্র গরম থেকে বাঁচতে এবার সর্বভারতীয় হিন্দু মহাসভার দাওয়াই, বদলাতে হবে রাজধানী দিল্লির(Delhi) নাম। এমন দাবি তুলেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার (All India Hindu Mahasabha) প্রধান চক্রপানি মহারাজ (Chakrapani Maharaj)।

রাজধানী দিল্লির নাম বদলের প্রস্তাব এনে নতুন বিতর্কের মুখে সর্বভারতীয় হিন্দু মহাসভা। চক্রপানি মহারাজ (Chakrapani Maharaj)দাবি করেছেন দিল্লির নাম বদল করলেই তীব্র গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে। তিনি জানান, দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ (Indraprastha)রাখলে তখন দিল্লিতে বৃষ্টি হবে । হিন্দু মহাসভার প্রধান জানান “তোমর রাজবংশের আমলে এক রাজার প্রাসাদের কয়েকটি পাইপ আলগা ছিল। সেই থেকে নাম হয়ে যায় ঢিলি। পরে সেটি হয়ে যায় দিল্লি। আমাদের বাড়িতে যখন কোনও সন্তানের জন্ম হয়, তখন আমরা প্রথা অনুযায়ী তার নামকরণ করি। একটি প্রাসাদের আলগা হয়ে যাওয়া পাইপ থেকে দিল্লির এরকম নাম হয়েছে। তাই এই নাম বদল করা উচিত। আমরা এই দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করব। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানানো হবে।” মহাভারতে দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ। সেখানেই ছিল পাণ্ডবদের রাজধানী। সেই কারণে হিন্দুদের কাছে ইন্দ্রপ্রস্থ নামটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। সে কথা উল্লেখ করেই দিল্লির নাম বদলের দাবি জানিয়েছেন হিন্দু মহাসভা প্রধান।

এর আগে বুধবার দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত জানান যে তাঁদের দল দিল্লির ৪০টি গ্রামের একটি তালিকা তৈরি করেছে। এই গ্রামগুলির নাম বদল করতে হবে। গ্রামের মানুষই নাম বদলের দাবি করেছেন। কারণ, এই গ্রামগুলির নাম দাসত্বের প্রতীক বহন করে। তাই বিজেপি কাউন্সিলররা পুরসভায় গ্রামগুলির নাম বদলের প্রস্তাব পাশ করবেন। তারপর এমসিডি কমিশনারের মাধ্য়মে এই প্রস্তাব দিল্লি সরকারের কাছে পাঠানো হবে। উল্লেখ্য গত ডিসেম্বরে দক্ষিণ দিল্লি পুরসভার পক্ষ থেকে দিল্লি সরকারের কাছে নাম বদলের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু আম আদমি পার্টি (AAP) সরকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি। সেই কারণে বিজেপি সদস্যরা নিজেরাই গ্রামের নাম বদলে দিয়েছেন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version