Corona update: সামান্য স্বস্তি, কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

কেন্দ্রের রিপোর্ট বলছে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ২৫৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

একদিন উদ্বেগ অপরদিন সামান্য স্বস্তি, এভাবেই নিত্যদিন ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। রবিবার কিছুটা হলেও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।

বিয়ে ভাঙা আটকাতে পরীক্ষার খাতায় কী করলেন ছাত্রী!

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩,৩২৪ জন। গতকালের তুলনায় সামান্য হলেও কম। দৈনিক মৃত্যুর গ্রাফও নিম্নমুখী।কিন্তু এখনও চিন্তা বাড়াচ্ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।

অন্যদিকে দিল্লির পরিস্থিতি এখনও আগের মতোই উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দিল্লিতেই ১ হাজার ৫১২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৯ হাজার ৯২ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জন।

দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ফের সাইক্লোনের সম্ভাবনা! 

তবে উদ্বেগের মধ্যেও আশার আলো। দেশে সুস্থতার হার স্বস্তিজনক। কেন্দ্রের রিপোর্ট বলছে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ২৫৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ১৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে।

Previous articleISL: আইএসএলে আসতে চলেছে বড় পরিবর্তন: সূত্র
Next articleকালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ক্ষেত, মাথায় হাত বোরো চাষিদের ওই