দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ফের সাইক্লোনের সম্ভাবনা! 

ফের সাইক্লোনের আশঙ্কা। দক্ষিণ আন্দামান সাগরের উপরেএকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪ মে দক্ষিণ আন্দামান সাগরের উপরে ঘূর্ণাবর্তটি তৈরি হবে । ধীরে ধীরে তার শক্তি বাড়বে । গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ আন্দামান সাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাবে নাকি ক্রমশ আরো শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে তা এখনই বলা মুশকিল। আবহাওয়া অফিস জানিয়েছে মে মাস দক্ষিণ আন্দামান সাগরে সাইক্লোন তৈরির আদর্শ সময়। তাই এই ঘূর্ণাবর্ত প্রিয় সাইক্লোনে পরিণত হবে কিনা তা জানতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আগামী ৫ মে সেটির গতিপ্রকৃতি বুঝতে পারা যাবে। তবে আন্দামান থেকে ২০০০ কিমি দূরে থাকা বাংলায় এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে কী না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Previous articleমরশুমের প্রথম কালবৈশাখীতে বলি ৫, ব্যাহত একাধিক লাইনের ট্রেন চলাচল
Next articleবিদ্যুৎ সঙ্কট : দ্রুত কয়লা পৌঁছে দিতে বাড়ানো হচ্ছে মাল গাড়ির গতি- পরিবহন ক্ষমতা