Saturday, December 13, 2025

উত্তরবঙ্গ সফরে শাহ, আমন্ত্রিতের তালিকায় নেই অনন্ত মহারাজ

Date:

Share post:

“কাজের সময় কাজি, আর কাজ ফুরালে পাজি”। অনেকটা সেই ছবিই দেখা গেল বিজেপিতে শাহের সফরে। ভোটের আগে অমিত শাহের(Amit Shah) উত্তরবঙ্গ সফরে গ্রেটার নেতা অনন্ত মহারাজকে(Anant Maharaj) নিয়ে রাজনীতি কম করেনি বিজেপি(BJP)। অথচ সেই তিনিই বাদ এবার। উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ তবে এখনও এই কর্মসূচীতে আমন্ত্রণ পাননি গ্রেটার নেতা অনন্ত মহারাজ। এমনকি তিনি কিছুই জানেন না বলে জানালেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

৫ মে শিলিগুড়িতে অমিত শাহের সাংগঠনিক সভা রয়েছে। ৬ মে কোচবিহারের তিনবিঘা সীমান্ত পরিদর্শনে আসতে পারেন তিনি। তবে উত্তরবঙ্গ সফরে অমিত শাহের পাশে এবার কি গ্রেটার নেতা অনন্ত মহারাজকে দেখা যাবেনা? অন্তত তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির সব সাংগঠনিক সভায় পাশেই দেখা গেছে অনন্ত মহারাজকে। এমনকি নিম্ন অসমে অনন্ত মহারাজের বাড়িতে গিয়েও ঘরোয়া আলোচনা করেছিলেন অমিত শাহ। যদিও এবার শাহ উত্তরবঙ্গে এলেও যতদূর খবর মহারাজকে আমন্ত্রণ জানানোই হয়নি। বিজেপির এহেন দ্বিচারিতাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

আর পড়ুন:তেলেঙ্গানার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুলের প্রবেশে নিষেধাজ্ঞা

তৃণমূলের তরফে জানানো হয়েছে, এটাই বিজেপির আসল চরিত্র। প্রয়োজনের সময় ওনাকে ভোটের ময়দানে ব্যবহার করা হয়েছে। এখন কাজ ফুরানোর পর ওনার আর গুরুত্ব নেই। যদিও সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যথেষ্ট সুসম্পর্ক তৈরি হয়েছে অনন্ত মহারাজের। অনন্ত মহারাজের আয়োজনে বীর চিলা রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে কোচবিহারের সিদ্ধেশ্বরী গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি মহারাজের জন্মদিনে তাকে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। সেই কারনেই কি আমন্ত্রিতের তালিকা থেকে বাদ রাখা হল মহারাজকে? প্রশ্ন কিন্তু উঠছেই।




spot_img

Related articles

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা। ঘড়ির...

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...