Wednesday, August 27, 2025

মুম্বই(Mumbai) থেকে দুর্গাপুরগামী(Durgapur) স্পাইস জেটের বিমানে রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার ঘটনায় এবার তদন্তে নামতে চলেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এই তদন্তের কথা প্রকাশ্যে এনে টুইট করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyatiraditya Sindria)। টুইটে তিনি জানান, ‘দুর্গাপুরে নামার আগে এই টার্বুল্যান্স হয়েছিল। আর তাতে যাত্রীরা যে আহত হয়েছেন তা দুর্ভাগ্যজনক। ডিজিসিএ(DGCA) এনিয়ে টিম তৈরি করেছে। তাঁরা তদন্ত করে দেখবেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দুর্গাপুর বিমানবন্দরে নামার ঠিক আগে মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্সে পড়ে স্পাইস জেটের বিমান। দুর্ঘটনার জেরে বিমানে প্রবল ঝাঁকুনি শুরু হয়ে যায়। এর জেরে একাধিক যাত্রী আহত হন। অনেকের মাথায়, শিরদাঁড়ায় চোট লাগে। ঘটনার সময় বিমানের ভেতরের একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যায় কী ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল যাত্রীদের মধ্যে। তবে অভিযোগ উঠেছে সেই সময় সিটবেল্ট বেঁধে রাখার কথা বলা হলেও একাধিক যাত্রী তা করেননি। এমনকী সেই সময় এক বিমান সেবিকা খাবারের ট্রলি নিয়ে ছিলেন। এনিয়েও প্রশ্ন উঠেছে। এমনকী হ্যান্ড লাগেজগুলিও নির্দিষ্ট জায়গা থেকে পড়ে গিয়েছিল। এর জেরেও আহত হয়েছেন কয়েকজন যাত্রী। সব মিলিয়ে প্রায় ১৪জন যাত্রী জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাইলটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।




Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version