হয়রানি এড়াতে নয়া উদ্যোগ, জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য আসছে রাজ্যের নিজস্ব পোর্টাল

রাজ্যের মানুষের হয়রানি এড়াতে উদ্যোগ রাজ্য সরকারের। জন্ম-মৃত্যু শংসাপত্রে (Certificate) র জন্য নয়া পোর্টাল (Portal) আনছে সরকার। স্বাস্থ্য দফতরের উদ্যোগে তৈরি এই পোর্টালের উদ্বোধন ৫মে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নয়া পোর্টালের লিঙ্ক-
https://janma-mrityuthathya.wb.gov.in

এই পোর্টালের মাধ্য়মে জন্ম-মৃত্যু শংসাপত্র অনলাইনে পাওয়া যাবে। এতদিন কেন্দ্রের “সিভিল রেজিস্ট্রি সিস্টেম-এর মাধ্যমেই জন্ম-মৃত্যু শংসাপত্র হত। এখন থেকে এই পোর্টালের মাধ্যমে শিশু জন্মানোর সঙ্গে সঙ্গেই পোর্টাল গিয়ে তথ্য আপলোড করে দিতে পারবে হাসপাতালগুলি। অনেক সময় ডেথ সার্টিফিকেটে নাম, ঠিকানা ভুল হওয়ার নাজেহাল হতে হয় মৃতের পরিবারকে। সেই হয়রানি এড়ানো যাবে। অনলাইনেই তথ্য যাচাই করতে পারবে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিগুলি।