বৈশাখীতে স্বস্তি বঙ্গে, উত্তরের বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

স্বস্তির বৈশাখীতে অনেকটাই কমেছে তাপমাত্রা। তীব্র দহন থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসী। তবে দেশের উত্তর এবং উত্তর-পশ্চিম অংশে তাপপ্রবাহ ফিরতে চলেছে। মৌসম ভবন জানিয়েছে, এ রাজ্য ৪ মে পর্যন্ত বৃষ্টি হলেও আজ, সোমবার থেকেই  তাপপ্রবাহ শুরু হবে দিল্লির কিছু অংশ, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে।


আরও পড়ুন:ঝড়ের দাপটে মাঝ আকাশে বিপত্তি, মুম্বই-অন্ডাল বিমানের ৪০ আহত যাত্রী চিকিৎসাধীন


আবহাওয়া দফতর এর আগে রাজধানী দিল্লির কিছু অংশ  হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, এই পরিস্থিতি তৈরি হলে  সাময়িক শান্তি পাবে উত্তর ও উত্তর-পশ্চিম রাজ্যের বাসিন্দারা। এদিকে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং পশ্চিম রাজস্থানে।


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার রাতের পর সোমবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও এই বৃষ্টি চলবে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার ঝমঝমিয়ে ঝড়বৃষ্টির প্রভাবে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে।

Previous articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ
Next articleজ্যোতিবাবুর রেকর্ড ভাঙবেন মমতা