ঝড়ের দাপটে মাঝ আকাশে বিপত্তি, মুম্বই-অন্ডাল বিমানের ৪০ আহত যাত্রী চিকিৎসাধীন

রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ মুম্বই থেকে আসা বিমানটির অন্ডাল বিমান বন্দরে অবতরণের সময় ছিল। কিন্তু মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ে বিমানটি

মাঝ আকাশে হটাৎ ঝড়ের কবলে যাত্রীবাহী বিমান। ছোটখাটো দুর্ঘটনার কবলে মুম্বই থেকে দুর্গাপুর অন্ডালগামী বিমান। বিমানে যাত্রী ছিলেন ১৮৫ জন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে আহত ৪০ জন যাত্রী। আহতরা দুর্গাপুরের এক।বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, আজ রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ মুম্বই থেকে আসা বিমানটির অন্ডাল বিমান বন্দরে অবতরণের সময় ছিল। কিন্তু মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ে বিমানটি। জোরালো দমকা হাওয়ার ধাক্কায় কেঁপে যায় বিমানটি। তায়েই ঘটে বড়সড় বিপত্তি। আহত হয়েছেন যাত্রীরা। তবে নির্দিষ্ট সময় থেকে একটু দেরি করেই অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মুম্বই-অন্ডাল বিমানটি।

আরও পড়ুন- কাটছে না শপথের জট: বাবুলের অনুরোধ ফিরিয়ে সংবিধানের দোহাই দিলেন রাজ্যপাল

 

Previous articleকাটছে না শপথের জট: বাবুলের অনুরোধ ফিরিয়ে সংবিধানের দোহাই দিলেন রাজ্যপাল
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস