Saturday, August 23, 2025

আগামী বছর থেকে দু-দফায়  উচ্চমাধ্যমিক! পরিকল্পনায় শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতর

Date:

আইসিএসই ও সিবিএসই(ICSE & CBSE)বোর্ডের পরীক্ষাগুলির( Board Exam) ধাঁচে বছরে দু’ বার ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার কথা ভাবছে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ এবং স্কুল শিক্ষা দফতর।
আইসিএসই এবং সিবিএসই বোর্ড ইতিমধ্যেই সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু ( Semester One Semester Two)করে ছয় মাস অন্তর পরীক্ষা নিচ্ছে।এবার সেই ধাঁচেই রাজ্যের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও পরীক্ষা নিতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই অনুযায়ী পরিকল্পনা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর।

এই মর্মে  রাজ্য সরকার  স্কুলের উচ্চশিক্ষায়  নিজস্ব  শিক্ষানীতি  তৈরি করতে একটি কমিতি গঠন করেছে সেই কমিটি আগামী ৬ মে বৈঠকে বসছে। যেখানে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর(Bratya Basu) থাকার কথা বলে সূত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি  সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ।

প্রসঙ্গত আগের  উচ্চমাধ্যমিকের পরীক্ষাতেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিতে চেয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু তা  পরিকল্পনা এবং  সময়ের অভাবে বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তাই এবার পরিকল্পনা মাফিক এগোতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে গেলে সিলেবাস সংশোধন ও বিভাজনের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে  সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু কী  ধরনের সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে তা ছাত্র ছাত্রীদের আগাম জানাতে হবে ।

ধারালো অস্ত্রের আঘাতে গলার নলি কেটে খুন একই পরিবারের ৩ জন

পাশাপাশি উচ্চমাধ্যমিকের একাধিক বিষয় রয়েছে ফলে প্রতিটি বিষয় ভিত্তিক সেমিস্টার ধরে সিলেবাস তৈরি বেশ সময়সাপেক্ষ। তার জন্যই আগাম প্রস্তুতি প্রক্রিয়া শুরু করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version