Sunday, November 16, 2025

আগামী বছর থেকে দু-দফায়  উচ্চমাধ্যমিক! পরিকল্পনায় শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতর

Date:

আইসিএসই ও সিবিএসই(ICSE & CBSE)বোর্ডের পরীক্ষাগুলির( Board Exam) ধাঁচে বছরে দু’ বার ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার কথা ভাবছে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ এবং স্কুল শিক্ষা দফতর।
আইসিএসই এবং সিবিএসই বোর্ড ইতিমধ্যেই সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু ( Semester One Semester Two)করে ছয় মাস অন্তর পরীক্ষা নিচ্ছে।এবার সেই ধাঁচেই রাজ্যের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও পরীক্ষা নিতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই অনুযায়ী পরিকল্পনা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর।

এই মর্মে  রাজ্য সরকার  স্কুলের উচ্চশিক্ষায়  নিজস্ব  শিক্ষানীতি  তৈরি করতে একটি কমিতি গঠন করেছে সেই কমিটি আগামী ৬ মে বৈঠকে বসছে। যেখানে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর(Bratya Basu) থাকার কথা বলে সূত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি  সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ।

প্রসঙ্গত আগের  উচ্চমাধ্যমিকের পরীক্ষাতেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিতে চেয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু তা  পরিকল্পনা এবং  সময়ের অভাবে বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তাই এবার পরিকল্পনা মাফিক এগোতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে গেলে সিলেবাস সংশোধন ও বিভাজনের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে  সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু কী  ধরনের সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে তা ছাত্র ছাত্রীদের আগাম জানাতে হবে ।

ধারালো অস্ত্রের আঘাতে গলার নলি কেটে খুন একই পরিবারের ৩ জন

পাশাপাশি উচ্চমাধ্যমিকের একাধিক বিষয় রয়েছে ফলে প্রতিটি বিষয় ভিত্তিক সেমিস্টার ধরে সিলেবাস তৈরি বেশ সময়সাপেক্ষ। তার জন্যই আগাম প্রস্তুতি প্রক্রিয়া শুরু করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version