Saturday, August 23, 2025

আগামিকাল, বুধবার রাতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একুশের বিধানসভা ভোটের পর এটাই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির প্রথম বাংলা সফর। দু’দিনের রাজ্য সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দলের বাছাই করা কিছু রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও মূলত তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় আসছেন।

এবার অমিত শাহের এই রাজ্য সফরকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন নতুন তৃণমূল ভবনের গৃহপ্রবেশের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “বাংলায় গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। যে কেউ যখন ইচ্ছা এ রাজ্যে আসতে পারেন। অমিত শাহ আসছেন শুনেছি। বিধানসভা ভোটের আগে তিনি বাংলায় ডেইলি প্যাসেঞ্জার ছিলেন। বিজেপি গোহারা হারার পর আর আসেননি। ফের আসছেন। ভালো কথা।”

এরপরই অমিত শাহকে কুণাল ঘোষের পরামর্শ, “উনি এবার বাংলায় এসে তাঁর দল সম্পর্কে খোঁজ নিন। উনি কাদের ডাকে আসছেন। এখানে তো দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, আদি-তৎকাল বিজেপি রয়েছে। কারা কোন দিকে ভালো করে জেনে নেওয়া নেওয়া দরকার ওনার। ওনার এটাও জানা উচিত, সোশ্যাল মিডিয়া না থাকলে এ রাজ্যে বিজেপিও থাকবে না। বাংলায় ওনাদের দলের যে গুটিকয়েক সাংসদ-বিধায়ক আছেন, আগামী ৬ মাস তাঁরা বিজেপিতে থাকবেন কিনা সেটাও জেনে যাবেন। আসলে উনি যাঁদের সঙ্গে মিটিংয় করবেন বলে ঠিক করেছেন, তাঁরা মিটিং শেষ হলেই বাইরে এসে আমাদের সব জানিয়ে দেবেন।”

এদিন অমিত শাহের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদারকেও কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, “এতদিন সুকান্ত মজুমদারকে অযোগ্য, অনভিজ্ঞ বলতেন তাঁর দলের বিরোধী লবির লোকেরা। তিনি ওয়েবকুপা করতেন, এটা জানার পর সুকান্তবাবুকে দলবদলু সভাপতি বলবেন তাঁরা। আসলে বিজেপি কর্মীরাই রাজ্য সভাপতির উপর আস্থা রাখেন না।”

আরও পড়ুন- ভারতীয় মহিলাদের স্বামীর প্রতি অধিকারবোধ প্রবল, জানাল এলাহাবাদ হাইকোর্ট

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version