Sunday, January 4, 2026

বিভাজনের রাজনীতি জীবন দিয়ে রুখব: রেড রোডে ঈদের অনুষ্ঠান-মঞ্চ থেকে তীব্র আক্রমণ মমতা

Date:

Share post:

রেড রোডে ঈদের অনুষ্ঠান-মঞ্চ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো পাশাপাশা, না না করে বিজেপি বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডের (Red Road) নমাজ পাঠ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, এখন বিভেদের রাজনীতি চলছে। এভাবে কোনও ভাগাভাগি একেবারেই উচিত নয়। “যতদিন আমার জীবন থাকবে আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান- সবার অধিকারের জন্য লড়াই করব। সবার জন্য সুবিচার চেয়ে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আমি জীবন দিয়ে দেব কিন্তু কোনো অবস্থাতেই মাথা নোয়াব না।“ এদিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডের নমাজ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর বলেন, “আচ্ছে দিন না সাচ্চা দিন আসুক।“ হিন্দু-মুসলমানে বিভেদ করতে মিথ্যে রটনা করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, “মিথ্যা কুৎসা ভয়ে আমি পিছিয়ে আসি না।“ যে শক্তি দেশকে টুকরো করতে চায় তাদের বিরুদ্ধে সবাই মিলে লড়াই করতে হবে। ঐক্যবদ্ধ লড়াইয়ে ডাক দেন মমতা।

আরও পড়ুন:২৪-এ দিল্লির মসনদে ‘দিদি’ এবং বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক, টুইট অপরূপার

ঈদের দিন শান্তি ও সম্প্রীতির বার্তা দেন অভিষেক। তিনি বলেন, সবার মধ্যে ভ্রাতৃত্ব বজায় থাকুক। সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হোক বাংলা।

মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের দু’বছর ঈদে অনুষ্ঠান করা যায়নি। এটা একটা ঐতিহাসিক জমায়েত। যেভাবে শান্তি-সম্প্রীতি-একতার বার্তা এই ঈদের জমায়েত থেকে ছড়িয়ে পড়ে, তা আর কোথাও হয় না। “এক মাস আপনারা নিজেদের সমর্পণ করেছেন। আল্লাহ আপনাদের সব প্রার্থনা কবুল করুন। আপনাদের খুশি রাখুন।“

সকালে আকাশের কালো করে বৃষ্টি হয়। মমতা বলেন, “যখন সকালে তুমুল বৃষ্টি হচ্ছে, তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম তিনি শান্তির বারিধারা দিন, কিন্তু তা যেন এত না হয় যাতে আমার ভাইয়েরা একমাস রোজা রাখার পর নমাজ পড়তে না পারে। নমাজেরর পর বৃষ্টি হোক।“ মুখ্যমন্ত্রীর বার্তা, “যে ভয় পায় সে মরে যায়। আর যে সাহস করে সেই এগিয়ে যেতে পারে। ভয় পাবেন না। এগিয়ে চলুন।“ তিনি উল্লেখ করেন এই রাজ্যে ঈদের দুদিন ছুটি হয়। আর কোনও রাজ্য সেটা হয় না। সরকারের পক্ষ থেকে প্রার্থনার জায়গা করে দেওয়া হয়েছে। বড় হজ হাউস হয়েছে।




spot_img

Related articles

লড়াই শেষ, জন্মদিনেই প্রয়াত প্রশান্ত পুত্র, শোকের ছায়া ময়দানে

অসম লড়াই শেষ। জীবন যুদ্ধে হার মানলেন প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়(Prasanta banarjee )পুত্র প্রণজিৎ বন্দ্যোপাধ্যায়। জন্মদিনের ভোরেই...

জাতীয় নাট্য উৎসবে বড় বরাদ্দ রাজ্যের, মঞ্চে ফিরছে বহুভাষার থিয়েটার 

গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে থিয়েটারের জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন...

জয় পেয়ে শীর্ষে সুন্দরবন, ডায়মন্ড হারবার দলে নিল সাহিলকে

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )। রবিবার  কোপা টাইগার্স বীরভূমকে ২-০ গোলে পরাজিত করলো সুন্দরবন...

আইনত আলাদা জয়জিৎ-শ্রেয়ার পথ, ছেলের কথা ভেবে ‘চুপ’ দুজনেই

নতুন বছরের শুরুটা একসঙ্গে করতে পারলেন না অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায় (Shreya Banerjee)। ডিসেম্বরেই...