২৪-এ দিল্লির মসনদে ‘দিদি’ এবং বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক, টুইট অপরূপার

২০২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে রাজ্যে রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল(TMC)। যদিও প্রধানমন্ত্রী(Prime Minister) পদ নিয়ে তৃণমূল সুপ্রিমো এখনও একটি শব্দও খরচ না করলেও দলের নেতৃত্বরা অবশ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) দিল্লির মসনদে দেখতে আগ্রহী। আর এই বিষয়ই প্রকাশ্যে এনে টুইট করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার(Aparupa Poddar)। টুইটে স্পষ্ট ভাষায় তিনি জানালেন, ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের দিদি। পাশাপাশি তিনি আরও জানালেন, ২০২৪-এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসবেন যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটারে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার লেখেন, “আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীপ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।” তৃণমূল সাংসদের এহেন টুইট প্রকাশ্যে আসার পর স্বভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিজেপিকে গদি ছাড়া করাই বিরোধীদের একমাত্র উদ্দেশ্য। আর সেই লক্ষ্যে জোটবদ্ধ হয়ে সমস্ত অবিজেপি দলগুলিকে একছাতার নিচে আসতে হবে। কে প্রধানমন্ত্রী হবেন সেটা পরের বিষয়। তবে মুখ্যমন্ত্রীর বার্তার পর অপরূপার এহেন টুইট স্বাভাবিকভাবেই রাজ্যরাজনীতিতে জল্পনা বাড়িয়েছে।




Previous articleCorona Update:স্বস্তির খবর!চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগের আশঙ্কা ওড়াল আইসিএমআর
Next articleবিভাজনের রাজনীতি জীবন দিয়ে রুখব: রেড রোডে ঈদের অনুষ্ঠান-মঞ্চ থেকে তীব্র আক্রমণ মমতা