Sunday, December 14, 2025

রাজীব গান্ধীর বক্তব্যকে হাতিয়ার করে বার্লিন থেকে কংগ্রেসকে তোপ মোদির

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর(Rajiv Gandhi) বক্তব্যকে হাতিয়ার করে জার্মানির মাটিতে দাঁড়িয়েও কংগ্রেসকে(Congress) আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি বললেন আগেই প্রধানমন্ত্রীদের আক্ষেপ করতে হতো সরকার এক টাকা দিলে মানুষের কাছে ১৫ পয়সা পৌঁছয় কিন্তু নতুন ভারতে আর কোন প্রধানমন্ত্রীকে এমন বলতে হয়না।

সম্প্রতি বিদেশ সফরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্লিনে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নেন মোদি। সেখানে দাঁড়িয়েই মোদি বলেন, “রাজনৈতিক সদিচ্ছার দরুণ নতুন ভারতে প্রযুক্তির ব্যবহার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এখন আর কোনও প্রধানমন্ত্রীকে বলতে হবে না, তিনি ১ টাকা পাঠালে মাত্র ১৫ পয়সা সাধারণ মানুষের কাছে পৌঁছয়। আমি জানতে চাই, বাকি ৮৫ পয়সা কোন হাতের তালুতে চলে যেত?”

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশের দুর্নীতির বিষয়টি তুলে ধরে আক্ষেপের সঙ্গে বলেছিলেন, “সরকার ১ টাকা খরচ করলেও, মানুষের কাছে পৌঁছায় মাত্র ১৫ পয়সা। দুর্নীতি দেশের ঘাড়ে চেপে বসে রয়েছে। দিল্লিতে বসে থেকে তৃণমূল স্তরের এই দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়।” তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সেই বক্তব্যকে হাতিয়ার করে এবার বার্লিনের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে তোপ দাগলেন মোদি। যদিও প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের পাল্টা তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, “এভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করা কোনও প্রধানমন্ত্রীর উচিত নয়। উনি নিজের সরকারের ত্রুটি-বিচ্যুতি আড়াল করতে আগের সরকারের বদনাম করে চলেছেন এটা দেশের সুনামের জন্য কখনোই ভালো বিজ্ঞাপন হতে পারে না।”

আরও পড়ুন- অমিত শাহের বঙ্গ সফরকে কটাক্ষ কুণালের, ছাড়লেন না সুকান্তকেও

spot_img

Related articles

মুম্বইয়ে মেসি মায়াজাল, সুনীল-সচিনদের সঙ্গে নিয়ে দর্শকদের হৃদয় জিতলেন রাজপুত্র

মুম্বইতে মেসি মায়াজাল। রবিবার সকালেই মুম্বইতে আসেন ফুটবলের রাজপুত্র। হায়দরাবাদের পর মুম্বই, রবিবার সন্ধ্যায় মেসি(Messi) ম্যাজিকে সাক্ষী থাকলো...

‘উৎকর্ষ সম্মান’: টলিউডের নেপথ্যের কারিগরদের স্বীকৃতি ফেডারেশনের

চলচ্চিত্র ও টেলিভিশন জগতের নেপথ্যের কারিগরদের সম্মান জানাতে ফেডারেশনের তরফে অনুষ্ঠিত হল ‘উৎকর্ষ সম্মান’। সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swaroop...

সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন, নাড্ডার মেয়াদ বাড়িয়ে উত্তরাধিকার বাছল বিজেপি

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ জে পি নাড্ডার (J P Nadda) মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত। সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিয়োগ করল...

কলকাতায় ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’, শিল্প ও বিনিয়োগে জোর রাজ্যের

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’...