হিন্দু ও মুসলিম দুই ধর্মাবলম্বি মানুষের জন্য আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন। একদিকে আজ অক্ষয় তৃতীয়া ও অন্যদিকে আজ ঈদ-উল-ফিতর(EID)। পবিত্র এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দেশের রাষ্ট্রপতি(Precident) রামনাথ কোবিন্দ(Ramnath Kovind) ও প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বিদেশ সফরে থাকলেও দেশবাসীকে আজ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আমি প্রার্থনা করি এই বিশেষ দিনটি সকলের জীবনে সমৃদ্ধি বয়ে আনুক।”

এর পাশাপাশি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, “সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই শুভ অনুষ্ঠানটি আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।” প্রধানমন্ত্রীর পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে বার্তা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঈদের প্রাক্কালে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে তিনি বলেন, “রমজান মাস শেষ হওয়ায় ঈদ-উল-ফিতর উদযাপিত হয়। এই উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য ও খাদ্যশস্য বিতরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই উৎসব মানুষকে একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সচেষ্ট হতে অনুপ্রাণিত করে।” তিনি আরও বলেন, “আসুন ঈদের শুভ উত্সব উপলক্ষে আমরা মানবতার সেবায় এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নয়নে নিজেদেরকে আত্মনিয়োগ করার সংকল্প করি। ইদ-উল-ফিতর উপলক্ষে আমি সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
आप सभी को अक्षय तृतीया की ढेरों शुभकामनाएं।
Best wishes on Akshaya Tritiya. I pray that this special day brings prosperity in everyone’s lives.
— Narendra Modi (@narendramodi) May 3, 2022
Best wishes on Eid-ul-Fitr. May this auspicious occasion enhance the spirit of togetherness and brotherhood in our society. May everyone be blessed with good health and prosperity.
— Narendra Modi (@narendramodi) May 2, 2022
सभी देशवासियों, विशेषकर मुस्लिम भाइयों-बहनों को ईद मुबारक! रमज़ान के पवित्र महीने के बाद मनाया जाने वाला यह त्योहार समाज में भाईचारे तथा सद्भावना को मजबूत करने का पावन अवसर है। आइए, इस पवित्र अवसर पर, हम सब, स्वयं को मानवता की सेवा तथा जरूरतमंदों के जीवन को संवारने का संकल्प लें।
— President of India (@rashtrapatibhvn) May 3, 2022