Tuesday, December 23, 2025

বিজেপির অনশন মঞ্চে রাজ্য নেতৃত্বের পাশেই অর্জুন, বিশ্বাসযোগ্যতা প্রমাণের চেষ্টা!

Date:

Share post:

এই আড়ি-এই ভাব। বিজেপির রানি রাসমণি রোডে অনশনমঞ্চে দেখে এই কথা মনে আসাই স্বাভাবিক। রাজ্যের পাটশিল্পের দুরবস্থা নিয়ে সরব বিজেপি সাংসদ অর্জুন সিং বুধবার, রাজ্যের বিরুদ্ধেই অভিযোগ তুলে দলের অনশনে বসেছেন বিজেপি নেতা-কর্মীরা। সেই মঞ্চে এদিন যোগ দেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানে বিধায়ক শুভেন্দু অধিকারীর পাশে বসলেন ‘বাগী’ অর্জুন সিং। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ বঙ্গ বিজেপি নেতা-নেত্রীরা। এই ধরনা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলানিয়ে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব।

কয়েকদিন আগেই পাটশিল্পের হাল ফেরাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রককে চিঠি লেখেন বিজেপি সাংসদ অর্জুন। পাশাপাশি, চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। একই সঙ্গে, রাজ্যের পাট চাষীদের নিয়ে মুখ্যমন্ত্রী উদ্যোগের প্রশংসাও করেন তিনি। একই সঙ্গে INTTUC-র ধরনা কর্মসূচিকেও সমর্থন জানান। এরপরেও দিল্লি তলব করা হয় অর্জুনকে। পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পরেও চিঁড়ে ভেজেনি। কিন্তু এদিন, দলীয় নেতাদের পাশে বসে “আমি তোমাদেরই লোক” বলে ইঙ্গিত দিতে চাইলেন অর্জুন! অনেকের মতে, তৃণমূলের অন্দরের খবর, তারা জানিয়েছিল অর্জুনকে নিয়ে ভাবার তাদের সময় নেই। সেই কারণেই কি আবার গায়ে গেরুয়া রং বেশি করে লাগাতে চাইছেন অর্জুন? ৯তারিখ দিল্লিতে পাটশিল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের পরেই এর সঠিক উত্তর পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ঋদ্ধিমানকে হুমকি দেওয়ার অভিযোগ, দু’বছরের জন্য নির্বাসিত সাংবাদিক

spot_img

Related articles

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...

যুবভারতীর ঘটনায় সিবিআই-ইডি খারিজ, পুলিশি তদন্তে আস্থা হাই কোর্টের

যুবভারতীর ঘটনায় বিরোধীদের তোলা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে স্পষ্ট...

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...