ঋদ্ধিমানকে হুমকি দেওয়ার অভিযোগ, দু’বছরের জন্য নির্বাসিত সাংবাদিক

ঋদ্ধিমান সাহাকে হুমকির জের। অভিযুক্ত সাংবাদিককে দু’বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার বিসিসিআইয়ের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এই সময়কালে ওই সাংবাদিক বোর্ড আয়োজিত কোনও ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না। বোর্ডের চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের সাক্ষাৎকারও নিতে পারবেন না। সবক’টি রাজ্য সংস্থার কাছেও এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বোর্ডের তরফ থেকে আইসিসি-কে অনুরোধ জানানো হবে ওই সাংবাদিককে নির্বাসিত করার জন্য।

গত ২২ ফেব্রুয়ারি ঋদ্ধিমান ট্যুইট করে ওই সাংবাদিকের বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন। এর পরেই গোটা ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিসিআই।

আরও পড়ুন- China: এবার সীমান্তে হিন্দি দোভাষী নিয়োগ করছে চিনা সেনা

Previous articleঅগ্নিমূল্য বাজার, মধ্যবিত্তের পাতে আর সবজি কই? 
Next articleবিজেপির অনশন মঞ্চে রাজ্য নেতৃত্বের পাশেই অর্জুন, বিশ্বাসযোগ্যতা প্রমাণের চেষ্টা!