বিজেপির অনশন মঞ্চে রাজ্য নেতৃত্বের পাশেই অর্জুন, বিশ্বাসযোগ্যতা প্রমাণের চেষ্টা!

এই আড়ি-এই ভাব। বিজেপির রানি রাসমণি রোডে অনশনমঞ্চে দেখে এই কথা মনে আসাই স্বাভাবিক। রাজ্যের পাটশিল্পের দুরবস্থা নিয়ে সরব বিজেপি সাংসদ অর্জুন সিং বুধবার, রাজ্যের বিরুদ্ধেই অভিযোগ তুলে দলের অনশনে বসেছেন বিজেপি নেতা-কর্মীরা। সেই মঞ্চে এদিন যোগ দেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানে বিধায়ক শুভেন্দু অধিকারীর পাশে বসলেন ‘বাগী’ অর্জুন সিং। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ বঙ্গ বিজেপি নেতা-নেত্রীরা। এই ধরনা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলানিয়ে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব।

কয়েকদিন আগেই পাটশিল্পের হাল ফেরাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রককে চিঠি লেখেন বিজেপি সাংসদ অর্জুন। পাশাপাশি, চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। একই সঙ্গে, রাজ্যের পাট চাষীদের নিয়ে মুখ্যমন্ত্রী উদ্যোগের প্রশংসাও করেন তিনি। একই সঙ্গে INTTUC-র ধরনা কর্মসূচিকেও সমর্থন জানান। এরপরেও দিল্লি তলব করা হয় অর্জুনকে। পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পরেও চিঁড়ে ভেজেনি। কিন্তু এদিন, দলীয় নেতাদের পাশে বসে “আমি তোমাদেরই লোক” বলে ইঙ্গিত দিতে চাইলেন অর্জুন! অনেকের মতে, তৃণমূলের অন্দরের খবর, তারা জানিয়েছিল অর্জুনকে নিয়ে ভাবার তাদের সময় নেই। সেই কারণেই কি আবার গায়ে গেরুয়া রং বেশি করে লাগাতে চাইছেন অর্জুন? ৯তারিখ দিল্লিতে পাটশিল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের পরেই এর সঠিক উত্তর পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ঋদ্ধিমানকে হুমকি দেওয়ার অভিযোগ, দু’বছরের জন্য নির্বাসিত সাংবাদিক

Previous articleঋদ্ধিমানকে হুমকি দেওয়ার অভিযোগ, দু’বছরের জন্য নির্বাসিত সাংবাদিক
Next articleIndian Cricket: ইংল্যান্ডকে টপকে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত