Thursday, August 28, 2025

জমি মাফিয়া হিসেবে অভিযুক্তদের তালিকায় সিপিআইএম নেতা জীবেশ সরকার!

Date:

শিলিগুড়িতে জমি মাফিয়া (Land Mafia) হিসেবে অভিযুক্তদের তালিকায় এবার নাম উঠল সিপিআইএমের (CPIM) দার্জিলিং (Darjeeling) জেলার সত্তরোর্ধ নেতা তথা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারের (Jibesh Sarkar)। শিলিগুড়ি শহরের ৩২ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন। তাতে তিনি এলাকায় জমি দখলে অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগ করেন। সেই অভিযোগে অন্যদের সঙ্গে জীবেশের নাম রয়েছে।


আরও পড়ুন: ফের বদলে গেল অমিত শাহের বঙ্গ সফরের সূচি, বিভ্রান্ত বিজেপি রাজ্য নেতৃত্ব

বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। তবে, এক পুলিশ কর্তার কথায়, অভিযোগের ভিত্তি খতিয়ে না দেখে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে না।

আর যাঁর নামে এই অভিযোগ সেই জীবেশ সরকার কী বলছেন? তাঁর মতে, শিলিগুড়ির মানুষ জানেন তিনি কেমন লোক। এমনকি, তৃণমূল নেতারাও জানেন, তিনি কেমন মানুষ। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শাসকদলের স্থানীয় নেতৃত্ব।


জীবেশ সরকার আগে সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক ছিলেন। সম্প্র‍তি পদ থেকে তাঁকে সরানো হয়। তিনি রাজ্য সম্পাদকমণ্ডলিতে রয়েছেন।
পুলিশ অবশ্য লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করেছে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে সিপিআইএমের এক প্রাক্তন কাউন্সিলরও রয়েছেন, যিনি জীবেশের ঘনিষ্ঠ বলে দাবি। এখন বর্ষীয়ান বামনেতাকে পুলিশ জেরা করে কি না সেটাই দেখার।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version