Indian Army : জম্মুতে আন্তর্জাতিক সীমানায় বিরাট সুড়ঙ্গের হদিশ পেল ভারতীয় সেনা

বিরাট একটি সুড়ঙ্গের হদিশ পেল ভারতীয় সেনা। জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা বরাবর একটি এলাকায় বিরাট আকারের একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেল ভারতীয় সেনাবাহিনী৷ সুড়ঙ্গটি দিয়ে পাক জঙ্গিদের ভারতে প্রবেশ করানো হত এ নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ সুড়ঙ্গের একটি মুখ যেমন ভারতের ভূমিতে তেমনই অন্যপ্রান্ত একেবারেই পাকিস্তানের মাটিতে। ফলে দুই দেশের মধ্যে যাতায়াতের একটি সহজ -গোপন রাস্তা বানিয়েছিল জঙ্গিরা। কিন্তু ঠিক কবে থেকে এই সুড়ঙ্গ ব্যবহার হচ্ছে বা কবে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে তা এখনো জানা যায়নি। কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ সুরঙ্গ টি বন্ধ করার কাজ শুরু করে দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে সাম্বা সেক্টর দিয়ে চোরাগোপ্তা জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। শীতের মরশুমে বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই সাম্বা সেক্টরের পথ ধরেই পাকিস্তান জঙ্গিদের ভারতে পাঠায়। যদিও পাকিস্তানের তরফে কোনোদিনই এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি কিন্তু বৃহস্পতিবার ভারতীয় সেনা যে সুড়ঙ্গটির হদিশ পেয়েছে সেটি ঠিক পাক সেনার আউটপোস্টের উলটোদিকে অবস্থিত। ফলে পাকিস্তান যে ভারতে জঙ্গি পাঠানোর জন্য এই সুরঙ্গটি তৈরি করেছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Previous articleCorona Update:উদ্বেগ বাড়ছে মৃত্যু নিয়ে, বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা
Next articleআমরা যেটা বলি-সেটা করি, অন্যরা কুৎসা করে : মুখ্যমন্ত্রী