Thursday, May 15, 2025

বাংলার আপ্যায়ণের রীতি মেনেই দই-রসগোল্লার কথা বলেছেন দিদি: ‘শাহিভোজ’ নিয়ে আর কী জানালেন মহারাজ

Date:

অবশেষে বিষয়টি নিশ্চিত করলেন মহারাজ। শুক্রবার, সন্ধেয় ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourabh Ganguli) বাড়িতে নৈশভোজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবারই শাহিভোজ নিয়ে কৌতুক করেন মুখ্যমন্ত্রী। বলেন, “সৌরভকে বলো, বেশি করে দই-রসগোল্লা খাওয়াতে।“ এদিন, এই বিষেয় সৌরভ বলেন, “দিদি বাঙালি রীতি মেনেই অতিথিদের আপ্য়ায়ণে দই-রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন।“ তবে, মেনুতে আর কী কী থাকবে, তা নিয়ে খোলসা করতে চাননি মহারাজ। তিনি শুধু বলেন, নিরামিষ পদই থাকবে। বাঙালী-গুজরাটি মিলিয়েই পদ নির্বাচন করা হয়েছে বলে সূত্রের খবর।

কী কারণে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? মহারাজের বলেন, “ওঁর সঙ্গে আমার বহুদিনের আলাপ। খেলার সময়েও দেখা হত। এবারও দেখা হবে। আমি ওঁর ছেলের সঙ্গে কাজ করেছি। এর থেকে বেশি কিছু নয়।“ একই সঙ্গে সৌরভ বলেন, অনেক কিছুই রটে। মমতাও বৃহস্পতিবার, এই বিষয়টি নিয়ে কৌতুক করে বুঝিয়ে দেন, তিনি পাত্তা দিতে চান না। আর এদিন সৌরভও জল্পনা ওড়ালেন। এখন মহারাজের ‘শাহিভোজে’ কী শাহি-আলাপ হয় সেটাই দেখার।

Related articles

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...
Exit mobile version