Thursday, August 28, 2025

বাবার অপকীর্তির ভিডিয়ো পোস্ট করে ন্যায়বিচারের আর্জি মেয়ের, ভাইরাল হল ভিডিয়ো 

Date:

বাবার ধর্ষণের(Rape)ভিডিয়ো(Video)পোস্ট করে ন্যায়বিচার(Justice)চাইলেন তরুণী। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে অভিযুক্ত গ্রেফতার।

ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) সমস্তিপুরে। মেয়েকে ধর্ষণ করে বাবা (father raped daughter) এবং ধর্ষণের পরই হুমকি দিয়েছিলেন — এই কথা যেন পাঁচ কান না হয়। নির্যাতিতার মা এবং মামাও ধর্ষণের কথা জানতে পেরেছিলেন কিন্তু তাঁরা তো কোনও অভিযোগ দায়ের করেনই নি, উপরন্তু ঘটনাটি গোপন রাখার জন্য চাপ দিয়েছিলেন নির্যাতিতাকে। কিন্তু মুখ বন্ধ রাখেন নি তিনি।
তখনও বাবা জানতেন না  যে তাঁর কুকীর্তি গোপন ক্যামেরায় বন্দি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরপরেই মেয়ে দেরী না করে বাবার অপকীর্তি প্রকাশ্যে আনতে মেয়ে সেই ধর্ষণের ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেন। সেই সঙ্গে দাবি জানালেন ন্যায়বিচারের। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে যায়। এখানেই শেষ নয় এরপর নির্যাতিতা তাঁর বাবার বিরুদ্ধে থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বাবার বয়স ৫০। তিনি পেশায় শিক্ষক।
অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত সমস্তিপুরের রোসেরার বাসিন্দা।

রোসেরার মহকুমার পুলিশ আধিকারিক শাহিয়ার আখতার শনিবার বলেন, ‘‘নেটমাধ্যমে ওই পোস্ট এবং ভিডিয়ো দেখে প্রথমে আমরা স্বেচ্ছা অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিলাম। তাঁর মেয়েও লিখিত ভাবে ধর্ষণের কথা জানিয়েছেন।” পুলিশের দাবি,নির্যাতিতার মা ও মামা ঘটনাটি জানা সত্ত্বেও অভিযোগ না জানিয়ে তাঁকে ঘটনাটি গোপন রাখতে চাপ দেয়।



Related articles

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...
Exit mobile version