Friday, November 14, 2025

সৌরভের বাড়ি ‘শাহী ভোজ’ ঘিরে তরজা তুঙ্গে: দিলীপের কটাক্ষের পাল্টা তোপ কুণালের

Date:

রাজ্য সফরে শুক্রবার রাতে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বাড়ি নৈশভোজ করেছেন অমিত শাহ(Amit Shah) ও রাজ্য বিজেপি নেতারা। আর সেই নৈশভোজকে কেন্দ্র করে রীতিমতো তরজা শুরু হল রাজ্য রাজনীতিতে। এবার এই ঘটনাকে কেন্দ্র করে তরজায় জড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

শুক্রবার সন্ধেয় সৌরভের বাড়িতে অমিত শাহের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত এবং রাজ‌্য বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব‌্য। এরপরই প্রশ্ন ওঠে শাহের পাশাপাশি এই বিজেপি নেতারাও কি আমন্ত্রিত ছিলেন? কারণ সৌরভ ও বিজেপির তরফে দাবি করা হয়েছে শাহর এই সফরের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। টুইটে এই প্রশ্ন তুলে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়ি যেতেই পারেন। ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন, বিজেপির অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন, নাকি, নেতার পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গেছেন? কাশীপুরে মৃত্যু নিয়ে দিনভর কুৎসা আর কুম্ভীরাশ্রুতে যা পরিশ্রম গেল!!”

এরপর শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় এই টুইটের পালটা জবাব দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “অসামাজিক কাজে জড়িত থাকায় কোথাও আমন্ত্রণ পান না কুণালবাবু। সেই হতাশা থেকে এই ধরনের টুইট।” তবে বিজেপি নেতাকে যোগ্য জবাব দিতে ছাড়েননি কুণালবাবু। পাল্টা টুইটারে তিনি লেখেন, “ওওও দিলীপবাবু,
সামাজিক-অসামাজিক তালজ্ঞান হারালেন? শুধু মহারাজকীয় ভোজে বাদ পড়ে?
আমার প্রচুর নেমতন্ন থাকে। না ডাকলে যাই না। ডাকলেও সর্বত্র যেতে পারি না।
আপনি কাল বাদ কেন?
আর দাগি? আপনার দিল্লির দাদার কী কী মামলা ছিল, তালিকা দেব?
নিন, ফের ছবি দিলাম।
শকে স্মৃতি হারিয়েছেন বুঝি!” একইসঙ্গে বেশকিছু ছবিও শেয়ার করেন তিনি।




Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version