Sunday, May 4, 2025

মমতার সফরের আগে পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক প্রস্তুতি সভা তৃণমূলের

Date:

পশ্চিম মেদিনীপুর সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি ওইদিন দলের সাংগঠনিক সভাও করবেন তিনি। তার ঠিক আগে শনিবার পশ্চিম মেদিনীপুরে সম্পন্ন হল প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি সভা। এদিন সকাল ১১ টা থেকে পশ্চিম মেদিনীপুরে(Medinipur) সম্পন্ন হয় প্রশাসনিক প্রস্তুতি সভা। যেখানে জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ-বিধায়করা। এরপর দুপুর ২ টো থেকে শুরু হওয়া দ্বিতীয় (সাংগঠনিক প্রস্তুতি) সভায় উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বুথস্তরের সমস্ত তৃণমূল(TMC) নেতারা।

প্রশাসনিক কাজে গতি আনতে জেলায় জেলায় প্রশাসনিক সভায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি নিয়েছেন, ‘ভালো কাজে পুরস্কার ও খারাপ কাজে তিরস্কারের’। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জেলা সফরে সারছেন সাংগঠনিক সভাও। আসন্ন পশ্চিম মেদিনীপুর সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সাংগঠনিক সভাও করবেন তিনি। আর সেখানে সাংগঠনিক দিক থেকে দলের মধ্যে কোনোরকম মতোবিরোধ যাতে তৈরি না হয় সেদিকে বাড়তি নজর দিচ্ছেন তিনি। তার আগে এদিন সাংগঠনিক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বুথ স্তরের সমস্ত নেতৃত্বের পাশাপাশি শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক জুন মালিয়া, ডাবরার বিধায়ক হুমায়ূন কবির সহ বুথ স্তরের সমস্ত নেতা-কর্মীরা।




Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version